Royal Enfield Super Meteor 650 ঠিক কবে লঞ্চ হবে? উৎসাহ দ্বিগুণ করার মতো খবর এল

ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA শো-এর পর ভারতের ‘রাইডার ম্যানিয়া’-তে Super Meteor 650-এর পর্দাফাঁস করেছে রয়্যাল এনফিল্ড...
SUMAN 21 Nov 2022 2:14 PM IST

ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA শো-এর পর ভারতের ‘রাইডার ম্যানিয়া’-তে Super Meteor 650-এর পর্দাফাঁস করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বাইকটির লঞ্চের দিনক্ষণ প্রকাশ না হলেও ২০২৩-এর জানুয়ারি মাসে এটির আনুষ্ঠানিক ভাবে মুক্তি এবং দাম ঘোষণা করা হবে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই সংস্থার ভারতীয় ওয়েবসাইটে স্থান পেয়েছে রয়্যাল এনফিল্ডের নতুন ফ্ল্যাগশিপ ক্রুজার বাইকটি। আসুন Royal Enfield Super Meteor 650 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Royal Enfield Super Meteor 650

৬৫০ সিসির বাইকটি এক ঝলকে তার অনুজ Meteor 350-এর ন্যায় দেখতে। তবে এতে রয়েছে আরও মোটা টায়ার। এটি রয়্যাল এনফিল্ডের এখনও পর্যন্ত সবচেয়ে শৌখিন মডেল হতে চলেছে। ফ্রন্ট ফেন্ডারে আছে ক্লাসিক কার্ভ, টিয়ারড্রপ আকৃতির পেট্রোল ট্যাঙ্ক, কার্ভড রিয়ার ফেন্ডার – যা বাইকটিকে সম্পূর্ণ রেট্রো ক্রুজার লুক দিতে সহায়তা করেছে।

Super Meteor 650 হল প্রথম বাইক যাতে ইউএসডি ফর্ক এবং সম্পূর্ণ এলইডি লাইট দেওয়া হয়েছে। উপরন্তু এতে রয়েছে ট্রিপার নেভিগেশন, যা ব্লুটুথ দ্বারা স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা চালককে রাইডিংয়ের সময় বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে।

বাইকটিতে দেওয়া হয়েছে, একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। এর ওজন ২৪১ কেজি এবং ১৫.৭ লিটারের পেট্রল ট্যাঙ্ক রয়েছে। Meteor 650 সংস্থার সবচেয়ে দামি মডেল হিসেবে আসবে। এর মূল্য ৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Show Full Article
Next Story