Meteor 650-র অগ্রিম বুকিং চালু করল Royal Enfield, এই শর্তে আপনিও বুক করতে পারবেন

কয়েকদিন আগেই ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA)-র দৌলতে সারা বিশ্ব Royal Enfield Super Meteor 650 ক্রুজারের দর্শন...
techgup 19 Nov 2022 5:49 PM IST

কয়েকদিন আগেই ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA)-র দৌলতে সারা বিশ্ব Royal Enfield Super Meteor 650 ক্রুজারের দর্শন পেয়েছে। বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করলেও ভারতে পদার্পণের জন্য কিছুটা অপেক্ষা করতে হল বাইকপ্রেমীদের। দু'বছর পর গোয়াতে অনুষ্ঠিত হওয়া রাইডার ম্যানিয়ার ২০২২ সংস্করণে এ দেশে বাইকটি আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে বাইকটি লঞ্চ হবে ২০২৩ সালের জানুয়ারিতে। অর্থাৎ সুপার মিটিয়র-এর দাম জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আরো দেড় মাস। এদিকে রাইডার ম্যানিয়া ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য Super Meteor 650 এর এক্সক্লুসিভ প্রি-বুকিং চালু করে দেওয়া হয়েছে। অগ্রিম বুকিংয়ের সুবিধা অবশ্য সাধারণ ক্রেতাদের জন্য এখনই উপলল্ধ হচ্ছে না। তবে তা শীঘ্রই চালু হবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড এর অন্যতম জনপ্রিয় দুটি ৬৫০ সিসির বাইক Interceptor ও Continental GT তে ব্যবহৃত একই প্লাটফর্ম এর উপরেই নির্মিত হয়েছে সুপার মিটিয়র। যদিও নতুন এই মডেলটিতে ধাতব অংশ বেশি থাকায় এর ওজন আগের দুটির তুলনায় খানিকটা বেশি, যা ২৪১ কেজি। সুপার মিটিয়রের সমস্ত অংশেই এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে এবং এতে প্রিমিয়াম টাচ পাবেন ক্রেতারা।

৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত সুপার মিটিয়র ৬৫০। ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,৬৫০ আরপিএম গতিতে সর্বাধিক ৫২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। সাথে মিলবে ছয় গতির ট্রান্সমিশন সিস্টেম।

সুপার মিটিয়র ৬৫০-এর অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে টিউবলেস টায়ার যুক্ত অ্যালয় হুইল, ট্রিপার নেভিগেশন সিস্টেম, ইউএসডি ফর্ক এবং আরও অনেক কিছু। স্ট্যান্ডার্ড ও টুরিং এই দুটি সংস্করণে পাওয়া যাবে এটি। সাথে রয়েছে সাতটি রংয়ের কম্বিনেশন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের অফিসিয়াল অ্যাক্সেসরিজ। সুপার মিটিয়র ৬৫০ এর দাম এখনো পর্যন্ত রয়্যাল এনফিল্ড ঘোষণা করেনি। অনুমান, ভ্যারিয়েন্ট অনুসারে দাম হতে পারে ৩.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকার মধ্যে (এক্স শোরুম)।

Show Full Article
Next Story