ক্রুজার বাইক কিনবেন? Royal Enfield Super Meteor 650 ও Benelli 502 এর মধ্যে কোনটা উপযুক্ত দেখে নিন
এই মাসেই আনুষ্ঠানিকভাবে ভারতের বারে লঞ্চ হয়েছে Royal Enfield-র ফ্লাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। শক্তিশালী টুইন...এই মাসেই আনুষ্ঠানিকভাবে ভারতের বারে লঞ্চ হয়েছে Royal Enfield-র ফ্লাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। শক্তিশালী টুইন সিলিন্ডার ইঞ্জিন সহ নানা ধরনের প্রিমিয়াম হার্ডওয়্যার রয়েছে এতে। অন্যদিকে দেশে আধুনিক ডিজাইনের পাওয়ারফুল ক্রুজার বাইক হিসাবে উপলব্ধ Benelli 502C। এটি ভারতের মাটিতে বিক্রি হওয়া বেনেলির একমাত্র ক্রুজার বাইক। আজকের প্রতিবেদনে সুপার মিটিয়র ৬৫০ এবং Benelli 502C-র মধ্যে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো।
Royal Enfield Super Meteor 650 vs Benelli 502C: ডিজাইন
ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে সুপার মিটিয়র ৬৫০ আদতে একটি ট্রু ব্লু ক্রুজার মোটরসাইকেল। খানিকটা নিচু ধরনের সিটের সঙ্গে বৃহদাকার ফুয়েল ট্যাঙ্ক, চওড়া পিছনের চাকা এবং পিছনের দিকে উঠানো সিট সবকিছুই যেন প্রাচীনপন্থী ডিজাইনের প্রতিভূ। অপর হাতে থাকা Benelli 502C অনেকটাই পাওয়ার ক্রুজার বাইকের ন্যায় দেখতে। এতে রয়েছে ফ্ল্যাট হেডল্যাম্প, উঁচু করা ফুয়েল ট্যাঙ্ক।
Royal Enfield Super Meteor 650 vs Benelli 502C: ইঞ্জিন স্পেসিফিকেশন
সুপার মিটিয়র ৬৫০ মডেলটিতে চালিকা শক্তি যোগায় রয়্যাল এনফিল্ড এর অত্যন্ত বিশ্বস্ত ৬৫০ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা এবার নতুন ভাবে টিউন করা হয়েছে। ছয় স্পিড গিয়ার যুক্ত এই ইঞ্জিনটি থেকে ৭২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৬৫০ আরপিএম গতিতে সর্বাধিক ৫২ এনএম টর্ক উৎপাদিত হয়। এই ইঞ্জিনের সঙ্গে এয়ার ওয়েল কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
অন্যদিকে বেনোলির ক্রুজার বাইকটিতে ৫০০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন সংযুক্ত রয়েছে। এই ইঞ্জিনটি থেকে ৮৫০০ আরপিএম গতিতে ৪৬.৮৫ বিএইচপি এবং ৬০০০ আরপিএম গতিতে ৪৬ এনএম টর্ক জেনারেট হয়। এক্ষেত্রেও ছয় ধাপযুক্ত গিয়ার বক্স সংযুক্ত রয়েছে।
Royal Enfield Super Meteor 650 vs Benelli 502C: হার্ডওয়ার
সুপার মিটিয়র ৬৫০ এ প্রথমবারের জন্যও ইউএসডি ফ্রন্ট ফর্ক আছে। ৪৩ মিমি চওড়া ফর্কটি Showa কোম্পানির থেকে নেওয়া। বাইকটির পিছনে রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজরভার। এর পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনের চাকায় ৩২০ মিমি সিঙ্গেল ডিস্ক এবং পিছনে ৩০০ মিমি সিঙ্গেল ডিস্ক দেওয়া হয়েছে।
অন্যদিকে, Benelli 502C-র সামনের দিকে সাসপেনশন হিসেবে ৪১ মিমি ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্ভার লাগানো আছে। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে এই বাইকে সামনের চাকায় ২৮০ মিমি টুইন ডিস্ক এবং পিছনে ২৪০ মিমি সিঙ্গেল ডিস্ক লাগানো রয়েছে।
Royal Enfield Super Meteor 650 vs Benelli 502C: মূল্য
তিনটি আলাদা ভ্যারিয়েন্টে ভারতের মাটিতে উপলব্ধ রয়্যাল এনফিল্ড সুপার মিটিয়র ৬৫০। বাইকটির দাম শুরু হয়েছে ৩.৪৯ লাখ টাকা থেকে। টপ মডেলটির মূল্য ৩.৭৯ লাখ টাকা। তবে দামের বিচারে অনেকটাই এগিয়ে Benelli 502C। এর দামের রেঞ্জ ৫.৫৯ লাখ টাকা থেকে শুরু করে ৫.৬৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স শোরুম)। অবশ্যই বাজেট কম থাকলে রয়্যাল এনফিল্ড কেনাই শ্রেয়।