অবশেষে আসল সেই দিন, Royal Enfield এর নয়া ক্রুজার বাইকের আজ আত্মপ্রকাশ, কেমন ফিচার
আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করার দিনের ক'ঘন্টা আগেই চলে এল রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর বহু আলোচিত সুপার মিটিওর...আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করার দিনের ক'ঘন্টা আগেই চলে এল রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর বহু আলোচিত সুপার মিটিওর ৬৫০ (Super Meteor 650) এর আরও একটি টিজার। চেন্নাই কেন্দ্রিক এই সংস্থার নতুন ত্রুজার বাইকটি উন্মোচিত হতে চলেছে আজ বিকালে। ইতালির মিলন শহরে আয়োজিত EICMA-তে প্রথম জনসমক্ষে আসবে বাইকটি। লেটেস্ট টিজারে ক্রুজারটির ক্যাপশনে তিনটি আলাদা নাম ব্যবহার করা হয়েছে - Astral, Celestial ও Intersteller। অনুমান, সুপার মিটিওর ৬৫০ এর ওই তিনটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, মিটিওর ৩৫০-এর মতোই এই বাইকটিতেও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এবং রঙের অপশন দেখতে পাওয়া যাবে। এন্টি লেভেলের সংস্করণটিতে একটি মাত্র রং ও টপ এন্ড ভার্সনে মিলবে ডুয়েল টোনের শেড। ট্রিপার নেভিগেশন সিস্টেম, বড় এবং নন অ্যাডজাস্টেবল উইন্ড স্ক্রিনের মত বৈশিষ্ট্যগুলি থাকবে শুধুমাত্র দামি সংস্করণের ক্ষেত্রেই। মধ্যবর্তী দামের মডেলে থাকবে পিলিয়ন ব্যাকরেস্ট। এছাড়াও সুপার মিটিয়র ৬৫০-এ রেট্রো স্টাইলের গোলাকৃতি হেডলাইট, রিয়ার ভিউ মিরর, টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং গোলাকৃতির টেলল্যাম্প দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি দামি ভ্যারিয়েন্টে সিলভার অ্যালয় ও কম দামি সংস্করণে কালো রংয়ের অ্যালয় থাকবে।
উপরন্তু সামনের মাডগার্ডে অশ্বখুরাকৃতি ধরনের ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। বাইকটির ইন্সট্রুমেন্ট কন্ট্রোল থাকবে রূপলি রঙে রাঙায়িত। এছাড়াও এর ৩৫০ সিসির সংস্করণ থেকে ধার নেওয়া সুইচ, নন এডজাস্টেবল হ্যান্ড লিভার, ফ্রন্ট ব্রেক মাস্টার সিলিন্ডার দেখা যেতে পারে। সুপার মিটিওর ৬৫০-এর টেস্টিং ভার্সনে দেখা ১০০ সেকশনের CEAT Zoom Cruz টায়ারটি সামনে ব্যবহার করা হয়েছে।
রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর ৬৫০-এ চালিকাশক্তি যোগাবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন, যা বর্তমানে সংস্থার ৬৫০ সিসির বাইক দুটিতে ব্যবহার করা হয়েছে।ফুয়েল ইনজেকশন প্রযুক্তির এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৭ পিএস শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। সিক্স-স্পিড গিয়ারবক্স যুক্ত এই ইঞ্জিনের সঙ্গে স্লিপার ক্লাচ যুক্ত রয়েছে।