ঘনঘন দেখা যাচ্ছে রাস্তায়, 650 সিসির তিন নতুন বাইকের হাত ধরে বাজারে কাঁপাতে প্রস্তুত Royal Enfield

ভারতের রেট্রো মোটরসাইকেলের কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ২০২৩-এর জানুয়ারিতে তাদের ৬৫০ সিসির...
SUMAN 4 April 2023 8:12 PM IST

ভারতের রেট্রো মোটরসাইকেলের কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ২০২৩-এর জানুয়ারিতে তাদের ৬৫০ সিসির ফ্ল্যাগশিপ ক্রুজার মডেল Super Meteor 650 লঞ্চ করেছিল। আবার সম্প্রতি তারা বাজারে Interceptor 650 ও Continental GT 650-এর নতুন ভার্সন হাজির করেছে। এতে আপডেট হিসেবে দেওয়া হয়েছে নতুন হেডল্যাম্প, নির্দিষ্ট কিছু রঙের বিকল্পে অ্যালয় হুইলের অপশন, নতুন সুইচ গিয়ার কনসোল ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। এবারে সংস্থার ৬৫০ সিসির বাইকে তালিকায় সংযোজিত হতে চলেছে আরও বেশ কয়েকটি মডেল, যেগুলি ইতিমধ্যেই ভারতের রাস্তায় দেখা মিলেছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নিই।

Royal Enfield Scrambler 650

গায়ে কোনরকম আবরণ ছাড়াই Royal Enfield Scrambler 650-এর এদেশে বেশ কয়েকবার দর্শন মিলেছে। তাই বলা যায়, এটি সংস্থার পরবর্তী বড় লঞ্চ হিসেবে আসতে চলেছে। কিছু অত্যাধুনিক কারিগরি বৈশিষ্ট্য সহ আসবে বাইকটি। যেমন – ইউএসডি ফর্ক, এলইডি লাইট, একটি টু-ইন এগজস্ট টিপ, নতুন মিটার কনসোল, দীর্ঘতর ট্রাভেল সাসপেনশন সেটাপ, অ্যালয় হুইল অপশন এবং ট্রিপার নেভিগেশন সহ আরও অন্যান্য। সংস্থার ৬৫০ সিসি ইঞ্জিন সমেত আসবে এটি।

Royal Enfield Shotgun 650

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির আরেকটি মডেল হল Shotgun 650। এটিও এদেশের রাস্তায় একাধিকবার ধরা দিয়েছে। ডিজাইনগত দিক থেকে যার সাথে Super Meteor 650-এর অনেকাংশে মিল রয়েছে। 2021 EICMA-তে কনসেপ্ট মডেলে এটি প্রথম উন্মোচিত হয়েছিল। তবে এবারে বাজারের লঞ্চ হতে চলেছে বাইকটি। এটি Super Meteor-এর একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। পার্থক্য হিসাবে থাকছে ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন। যেমন নতুন ফুয়েল ট্যাঙ্ক এবং ভিন্ন ফুটপেগ পজিশন। হুইলের সাইজে বদল থাকতে পারে, তবে এতে অ্যালয় হুইল, স্ট্যান্ডার্ড অফার হিসেবেই থাকবে।

ফেয়ারিং সমেত Royal Enfield Continental GT 650

বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের Continental GT-র ফেয়ারিং সমেত মডেলের টেস্টিং চালাচ্ছে। দৃশ্যত এটির GT-R 650-এর সাথে মিল আছে, যেটি Royal Enfield Continental GT Cup-এ ব্যবহার করা হয়েছিল। ফেয়ারিং ছাড়া Continental GT-এর সাথে আসন্ন মডেলটির আর কোনো ফারাক নেই বললেই চলে। এটি মূল বাইকটির ভ্যারিয়েন্ট হিসেবে আনা হতে পারে। আবার সম্পূর্ণ নতুন মডেল হিসাবেও পা রাখতে পারে এটি। এখনও পর্যন্ত বাইকটির সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি।

Show Full Article
Next Story