ভারতে তৈরি Bullet এবার বিশ্বজুড়ে মহিমা দেখাবে, আইকনিক বাইক নিয়ে মেগা প্ল্যান Royal Enfield এর
ভারতে মাঝারি আকারের মোটরসাইকেলের অন্যতম নেতৃত্ব প্রদানকারী কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের...ভারতে মাঝারি আকারের মোটরসাইকেলের অন্যতম নেতৃত্ব প্রদানকারী কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের রপ্তানিতে জোর দেওয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সেগমেন্টে ৮৮ থেকে ৮৯% মার্কেট শেয়ারের অংশীদার রয়্যাল এনফিল্ড জানিয়েছে, এবারে তাদের খ্যাতনামা মডেল Bullet দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে।
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে পুরনো এবং অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল হল বুলেট। এর বর্তমান মডেলটি এখন বিদেশে রপ্তানি হয় না। তবে শীঘ্রই সংস্থাটি সে পথেই অগ্রসর হবে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে Hunter ও Meteor 350 এর ন্যায় J সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে বুলেটের নতুন প্রজন্মের মডেলটি লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে তারা। তাই অনুমান, নতুন বুলেট এদেশে লঞ্চের পর বিদেশের বাজারেও সরবরাহ শুরু করবে রয়্যাল এনফিল্ড।
এই প্রসঙ্গে সংস্থার সিইও বি গোবিন্দরাজন বলেন, “আমাদের রপ্তানি অক্ষত রয়েছে। আসন্ন ত্রৈমাসিকে প্রতিকূল পরিবেশের জন্য বেশ কিছু দেশের মানুষ রাইড করেন না। ডিসেম্বরে আবার কিছু বন্দর বন্ধ থাকে। আমরা আমাদের তালিকা তৈরি করবো। এমনকি আমাদের J প্ল্যাটফর্মটি ইউরোপের ইউরোপের সমস্ত দূষণ বিধি পালন করছে। যা আমাদের সামনে বড় ভৌগলিক ক্ষেত্র উন্মুক্ত করেছে।”
গোবিন্দরাজন জানান, “EICMA মোটরসাইকেল শো-তে Super Meteor 650 আত্মপ্রকাশের পর অনুরাগীরা যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন। শীঘ্রই Bullet নতুন J-প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আসবে। যেটি বিশ্ববাজারে হাজির করা হবে। রয়্যাল এনফিল্ড আন্তর্জাতিক বাজারে নিজেদের মহিমা দেখবে।”