খবর চমকে দেওয়ার মতোই! Royal Enfield পরপর 650 সিসির তিন মোটরসাইকেল লঞ্চ করবে
ভারতে রেট্রো বাইকের কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) আগস্টে তাদের সবচেয়ে সস্তা বাইক Hunter 350 লঞ্চ...ভারতে রেট্রো বাইকের কিংবদন্তি সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) আগস্টে তাদের সবচেয়ে সস্তা বাইক Hunter 350 লঞ্চ করেছে। রেট্রো, মেট্রো ও মেট্রো রেবেল নামে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে এটি। এদের দাম যথাক্রমে ১.৪৯ লক্ষ, ১.৬৩ লক্ষ ও ১.৬৮ লক্ষ টাকা। ইতিমধ্যেই সংস্থাটি তাদের আইকনিক Bullet 350-এর নয়া সংস্করণ আনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাশাপাশি এখন ৬৫০ সিসির তিন মডেলের উপরও কাজ করছে চেন্নাইয়ের সংস্থাটি। যেগুলি আগামী বছর ভারতের বাজারে একে একে পা রাখবে। আসুন মডেলগুলি সম্পর্কে বিশদে জেনে নিই।
Royal Enfield Super Meteor 650
সম্প্রতি এদেশের রাস্তায় Royal Enfield Super Meteor 650-এর ট্রায়াল রান চালাতে দেখা গিয়েছে। স্পাই ছবি দেখে অনুমান মডেলটি প্রোডাকশনের জন্য প্রস্তুত। রেট্রো স্টাইলের মোটরসাইকেলটিতে রয়েছে সার্কুলার হেডল্যাম্প, ক্রোমড ক্র্যাশড গার্ড, এবং সামনে একটি বৃহৎ উইন্ডশিল্ড। এতে আবার রয়েছে অ্যালয় হুইল, চওড়া রিয়ার ফেন্ডার, ফরওয়ার্ড ফুটপেগ এবং একটি লো স্লাঙ্গ। পিছনের দিকে টুইন পাইপ এগজস্ট সিস্টেম, গোলাকৃতি টেলল্যাম্প এবং টার্ন ইন্ডিকেটরের দেখা মিলেছে। এছাড়া রয়েছে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ছোট ট্রিপার নেভিগেশন প্যাড। চলার শক্তি জগতে একটি ৬৪৮ সিসি প্যারালাল, টুইন সিলিন্ডার FI ইঞ্জিন সহ আসবে এটি।
Royal Enfield Shotgun 650
আসন্ন Royal Enfield Shotgun 650 সংস্থার বহু প্রতীক্ষিত মোটরসাইকেলগুলির মধ্যে একটি। এটি 2021 EICMA-তে প্রদর্শিত RE SG650-র প্রোডাকশন ভার্সন। এতে উপস্থিত একটি রাউন্ড হ্যালোজেন হেডল্যাম্প, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর এবং স্প্লিট সিট। ফিচারের তালিকায় রয়েছে একটি সেমি ডিজিটাল, টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ট্রিপার টার্ন-বাই-টার্ন নেভিগেশনের ছোট প্যাড। এতে RE Interceptor 650 ও Continental GT 650-র প্ল্যাটফর্ম, ইঞ্জিন, সাসপেনশন এবং ব্রেকিং মেকানিজম দেওয়া হয়েছে।
Royal Enfield Scrambler 650
চেন্নাইয়ের সংস্থাটি বর্তমানে একটি নতুন ৬৫০ সিসি স্ক্র্যাম্বলার মোটরসাইকেলের উপর কাজ করছে। যেটি ব্রিটেনের রাস্তায় টেস্ট রান চালাতে দেখা গেছে। কারুকার্য দেখে মনে করা হচ্ছে এটি একটি রোড স্পেসিফিক স্ক্র্যাম্বলার মডেল। এতে সংস্থার ৬৫০ সিসি ইঞ্জিন, যন্ত্রাংশ ও হার্ডওয়্যার দেওয়া হতে পারে। এতে রয়েছে নতুন ডিজাইনের হেড ল্যাম্প, একটি রিবড ওয়ান পিস বানানা সিট, স্ক্র্যাম্বলার স্টাইলের সাইড কাউল, কমিউটার স্টাইলের গ্র্যাবরেল এবং ছোট রিয়ার ফেন্ডার।