Russia-Ukrain crisis: স্মার্টফোন, ল্যাপটপ সহ ইলেকট্রনিক্স গ্যাজেটের দাম বাড়ার ব্যাপক সম্ভাবনা

Russia-Ukraine War: সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়ার সরকার। সারা বিশ্বে এই ঘটনাটি এখন ব্রেকিং নিউজ! এদিকে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে যুদ্ধ…

Russia-Ukraine War: সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়ার সরকার। সারা বিশ্বে এই ঘটনাটি এখন ব্রেকিং নিউজ! এদিকে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে এর প্রভাব শুধু রাশিয়া ও ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে না। তাছাড়া যুদ্ধের সময় (পড়ুন তথাকথিত তৃতীয় বিশ্বযুদ্ধের সময়) স্মার্টফোন, ল্যাপটপ এবং গাড়িসহ ইলেকট্রনিক্স পণ্যের দাম ভারত এবং গ্লোবাল মার্কেটে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে মনে হচ্ছে। আবার যুদ্ধ হলে বিশ্বে চিপসেটের ঘাটতি দেখা দেবে।

দুই দেশের বাইরে যুদ্ধ হলে পরিস্থিতি আরও খারাপ হবে

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর গ্রেড নিয়ন সাপ্লাইয়ের ৯০ শতাংশ ইউক্রেন থেকে আসে। একইভাবে ৩৫ শতাংশ প্যালাডিয়াম রাশিয়া থেকে আমেরিকায় সরবরাহ করা হয়। এই দুটি পণ্যই চিপসেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়া বিশ্বব্যাপী সরবরাহের ৪৫ শতাংশের জন্য দায়ী।

সেক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়া থেকে ধাতব সরবরাহ বন্ধ হলে সেন্সর ও মেমরিসহ উৎপাদনের কাজ বন্ধ হয়ে যেতে পারে। আর এই সমস্ত কারণগুলি সেমিকন্ডাক্টর তৈরির ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

উদ্বেগে জাপানি কোম্পানি

জাপানের এক চিপ বা প্রসেসর নির্মাতার মতে, সেন্সর ও মেমরি জাতীয় পণ্যের সরবরাহ আগে থেকেই কম ছিল। এমতাবস্থায় যুদ্ধ হলে সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা প্রযুক্তি দুনিয়ায় মারাত্মক সংকট তৈরি করবে। এমন পরিস্থিতিতে চিপের দাম ব্যাপক বাড়তে পারে।

সেমিকন্ডাক্টর চিপ কিভাবে তৈরি হয়?

সেমিকন্ডাক্টর আসলে সিলিকন থেকে তৈরি যা বিদ্যুতের সুপরিবাহী। এটি মাইক্রো সার্কিটে ফিট করে প্রস্তুত করা হয়। সোজা ভাষায় বললে, সেমিকন্ডাক্টর ছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস কল্পনা করা যায় না।