আমেরিকা কে টেক্কা রাশিয়ার, আসছে Google Play Store এর বিকল্প অ্যাপ স্টোর

গুগল প্লে-স্টোরের (Google Play-Store) বিকল্প হিসেবে রাশিয়ায় লঞ্চ হতে চলেছে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম। এর মধ্যেই রুশ প্রযুক্তিবিদেরা এই বিকল্প তৈরীর কাজে অনেকটা অগ্রসর হয়েছেন।…

গুগল প্লে-স্টোরের (Google Play-Store) বিকল্প হিসেবে রাশিয়ায় লঞ্চ হতে চলেছে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম। এর মধ্যেই রুশ প্রযুক্তিবিদেরা এই বিকল্প তৈরীর কাজে অনেকটা অগ্রসর হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য থেকে মনে করা হচ্ছে যে আগামী ৯ই মে (২০২২) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির উপরে সোভিয়েত ইউনিয়নের বিজয় অর্জনের স্মরণীয় দিন উপলক্ষে রাশিয়া আলোচ্য (Google Play-Store) প্ল্যাটফর্মের বিকল্প আনুষ্ঠানিকভাবে সামনে আনতে পারে। খোদ উক্ত বিকল্প তৈরীর সাথে জড়িতেরাই বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন।

রাশিয়ায় সাবস্ক্রিপশন সহ পেমেন্ট নির্ভর সমস্ত পরিষেবা বন্ধ করেছে Play-Store, Youtube

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই Youtube এবং Google Play-Store রাশিয়ায় সাবস্ক্রিপশন সহ অন্যান্য পেমেন্ট নির্ভর পরিষেবাগুলি বন্ধ করেছে। আসলে ইউক্রেনের প্রতি ক্রমাগত আগ্রাসনের কারণে পশ্চিমী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে যে অবরোধের নীতি গ্রহণ করেছে, তার দরুণ সেখানে ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন কাজকর্মে প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। গুগল প্লে-স্টোরের পেমেন্ট ভিত্তিক পরিষেবাগুলি বন্ধ হওয়ার পিছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে আমাদের ধারণা।

রাশিয়ার ডিজিটাল বিকাশের পক্ষে কার্যরত ডিজিটাল প্ল্যাটফর্মসের (Digital Platforms) প্রোজেক্ট ডিরেক্টর ভ্লাদিমির জিকভ একটি বিবৃতিতে জানান, “দুর্ভাগ্যজনকভাবে অ্যাপ্লিকেশন কেনার জন্য রাশিয়ানরা আর গুগল প্লে-স্টোর ব্যবহার করতে পারবেন না এবং (এর ফলে) ডেভলপারদের আয়ের পথও বন্ধ হলো।”

Play-Store এর বিকল্প হিসেবে আসছে NashStore

অবশ্য একইসাথে জিকভ ঘোষণা করেন যে উপরোক্ত ঘটনার প্রেক্ষিতেই তারা ন্যাশস্টোর (NashStore) নামের একটি রাশিয়ান অ্যাপ বিপণি (App shop) তৈরী করেছেন। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সদস্যরা গুগল প্লে-স্টোরের বিকল্প হিসেবে সেখান থেকেই দরকারি অ্যাপ্লিকেশন কেনাকাটা করতে পারবেন।

সুতরাং সমস্ত কিছু ঠিক থাকলে আগামী ৯ই মে রাশিয়াতে প্লে-স্টোরের বিকল্প লঞ্চ হতে চলেছে। এমনিতে সেদিন রাশিয়ায় জাতীয় ছুটি হিসেবে পরিগণিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণীয় করে রাখতে সেদিন রাশিয়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে। এ উপলক্ষে সেনাবাহিনীর সুসজ্জিত মিছিল মস্কোর রেড স্কোয়ারে কুচকাওয়াজ করে। যাইহোক, ভবিষ্যতে গুগল প্লে-স্টোরের সাথে দ্বৈরথে রাশিয়ান NashStore কতটা সফল হয় সেকথা সময়ই বলবে।