সেলের জন্য আর অপেক্ষা নয়, Samsung সারা বছর ধরে কেনাকাটায় দেবে ১০ শতাংশ ডিসকাউন্ট
এই উৎসবের মরসুমে স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল সুসংবাদ। দক্ষিণ কোরিয়া...এই উৎসবের মরসুমে স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল সুসংবাদ। দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি তাদের ১৭৫ মিলিয়ন বা ১৭.৫ কোটি গ্রাহকদেরকে বারংবার কেনাকাটা করার জন্য উৎসাহিত করতে একটি নতুন ক্যাশব্যাক ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। স্যামসাংয়ের এক সিনিয়র এক্সিকিউটিভ জানিয়েছেন যে, তারা ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে পুনরায় বিক্রয় বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপটি গ্রহণ করেছে। প্রসঙ্গত, স্যামসাং একসময় ভারতের বাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা ছিল। তবে, এখন স্যামসাংকে টপকে শীর্ষ স্থানটি দখল করেছে শাওমি। সংস্থাটি তাই নিজের হারানো গৌরব ফিরে পেতে অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সাথে অংশীদারিত্ব শুরু করেছে।
Samsung ও Axis Bank যৌথভাবে চালু করলো বছরভর ক্যাশব্যাক ছাড় সহ ক্রেডিট কার্ড
ভারতে উৎসবের মরসুম চলছে, আর এই সময়ে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স সংস্থা স্যামসাং এই উপলক্ষ্যে ভারতের অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর সাথে জুটি বেঁধে একটি নতুন ক্রেডিট কার্ড চালু করেছে, যাতে স্যামসাংয়ের প্রোডাক্ট ক্রয় করা গ্রাহকদের সারা বছর ১০ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। সাধারণত, এই ধরনের ডিসকাউন্ট অফার অ্যামাজন (Amazon)-এর মতো ই-কমার্স ওয়েবসাইট এবং অন্যান্য "ব্রিক-অ্যান্ড-মর্টার" স্টোরগুলিতে শুধুমাত্র উৎসবের মরসুমে বা সেলের সময় পাওয়া যায়।
প্রসঙ্গত, স্যামসাংয়ের ভারতীয় শাখার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রাজু পুল্লান রয়টার্সকে জানিয়েছেন যে, তারা তাদের ১৭৫ মিলিয়ন বা ১৭.৫ কোটি বিদ্যমান গ্রাহকবেসের কথা মাথায় রেখে এই নতুন ক্যাশব্যাক ক্রেডিট কার্ডটি লঞ্চ করেছে। পুল্লানের মতে, তাদের এই গ্রাহকবেস যথেষ্ট সম্ভাবনাময়। স্যামসাং দাবি করে যে, তারা ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ফার্ম। সংস্থাটি এদেশে স্মার্টফোন থেকে ওয়াশিং মেশিন সবই বিক্রি করে। কিন্তু ২০২০-২১ সালে ভারতের মোট ৯.৩ বিলিয়ন ডলার আয়ের প্রায় ৭২ শতাংশই এসেছে স্মার্টফোন থেকে।
এছাড়া, নতুন ক্রেডিট কার্ড পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের ক্যাশব্যাক অফার করার পিছনে স্যামসাংয়ের প্রধান উদ্দেশ্য হল, ভারতে তাদের হারানো মার্কেট শেয়ার আবার ফিরে পাওয়া। এদেশের একসময়ের শীর্ষ ইলেকট্রনিক্স বিক্রেতা সময়ের সাথে সাথে শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo)-এর মতো চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছে স্মার্টফোন বাজারের শেয়ার হারিয়েছে, যারা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল বাজারে (ভারত) অনেক বাজেট স্মার্টফোন অফার করে।
উল্লেখ্য, কাউন্টারপয়েন্ট (Counterpoint)-এর একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যে, ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের ২৬ শতাংশ শেয়ার ছিল, যা বর্তমানে ১৯ শতাংশে পৌঁছেছে। কাউন্টারপয়েন্ট-এর বিশ্লেষক তরুণ পাঠক বলেছেন যে, স্যামসাং তাদের পণ্যগুলির দাম কমিয়ে ফের বাজার ধরার চেষ্টা করছে। Axis ব্যাংকের সাথে তারা সেই কারণেই হাত মিলিয়েছে।