Xiaomi কে টপকে ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ড এখন Samsung, সাফল্যের কারণ জানাল Counterpoint Research
শাওমি'কে (Xiaomi) স্থানচ্যুত করে স্মার্টফোন বিক্রির নিরিখে দেশের এক নম্বর ব্র্যান্ডের তকমা ফিরে পেলো দক্ষিণ কোরিয়...শাওমি'কে (Xiaomi) স্থানচ্যুত করে স্মার্টফোন বিক্রির নিরিখে দেশের এক নম্বর ব্র্যান্ডের তকমা ফিরে পেলো দক্ষিণ কোরিয় টেক-জায়ান্ট স্যামসাং (Samsung)। আজ্ঞে হ্যাঁ, সমীক্ষাকারী জনপ্রিয় সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অন্তত সেই কথাই বলছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সমীক্ষা অনুযায়ী চীনা ব্র্যান্ড Xiaomi -কে পেছনে ফেলে Samsung চলতি বছরের মার্চ মাসে দেশীয় স্মার্টফোন বাজারের সবচেয়ে বেশি শেয়ার দখল করেছে। সেক্ষেত্রে ঠিক কোন উপায়ে Samsung দেশীয় বাজারে এহেন সাফল্য লাভ করলো, সমীক্ষাকারীরা সেই রহস্যেরও উত্তর দিয়েছেন।
Xiaomi -র আধিপত্য চূর্ণ করে বাজারের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড এখন Samsung
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই শাওমি দেশীয় স্মার্টফোন বাজারে নিজ আধিপত্য কায়েম করেছে। যদিও ২০২০ সালের ৩য় প্রান্তিকে স্যামসাং, শাওমি'কে পরাস্ত করে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়। তবে অল্প সময়ের মধ্যেই (২০২১) শাওমি, দক্ষিণ কোরিয় সংস্থাটির থেকে তাদের শিরোপা পুনরুদ্ধার করে। এরপর দীর্ঘদিন বাদে স্যামসাং দেশীয় বাজারে নিজেদের গুরুত্ব প্রমাণ করলো।
কাউন্টারপয়েন্ট রিসার্চের সমীক্ষা বলছে চলতি বছরের মার্চ মাসে স্যামসাং দেশীয় স্মার্টফোন বাজারের ২৭ শতাংশ শেয়ার দখল করেছে। এছাড়া সমসময়ে ভারতে তাদের মোবাইল শিপমেন্টের হার শতকরা ২২ ভাগ। গত বছরের তুলনায় আলোচ্য সময়ে সংস্থার এহেন ফলাফল নিঃসন্দেহে বেশ ইতিবাচক। কাউন্টারপয়েন্ট রিসার্চের সমীক্ষাকারীরা সংস্থার উপরোক্ত উন্নতির কারণ ব্যাখ্যা করেছেন।
Samsung -এর সাফল্যের কারণ ব্যাখ্যা করলেন সমীক্ষাকারীরা
সমীক্ষাকারীদের মতে, যথাসময়ে নতুন 5G প্রজন্মের একাধিক স্মার্টফোন বাজারে এনে স্যামসাং প্রতিযোগিতায় শাওমি'কে টেক্কা দিয়েছে। এক্ষেত্রে আলাদা আলাদা মূল্যে উপলব্ধ সংস্থার Galaxy M, F এবং A সিরিজের ফোনগুলি ক্রেতাদের সামনে বিকল্পের সংখ্যা বাড়িয়েছে। বাজারে এদের বিক্রির পরিমাণ রীতিমতো ঈর্ষণীয়। এরা স্যামসাংকে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হতে সাহায্য করেছে।
জানিয়ে রাখি, এই মুহূর্তে ২০,০০০ টাকার কম দামে বাজারে স্যামসাংয়ের অন্তত ১৫টি 5G স্মার্টফোন রয়েছে। এদের মধ্যে ১৩,৯৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ Galaxy F23 ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হিসেবে উঠে এসেছে। এছাড়া Galaxy S22 সিরিজ ও গ্যালাক্সি ফোল্ডেবল সিরিজের ফোনগুলিও দেশের বাজারে যথেষ্ট সাফল্য পেয়েছে বলে সমীক্ষাকারীরা জানিয়েছেন।
সর্বোপরি সমীক্ষাকারীদের বক্তব্য, Galaxy S22 সিরিজের স্মার্টফোনগুলির সৌজন্যে প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে অ্যাপল'কেও (Apple) পেছনে ফেলেছে। ৩০,০০০ টাকা বা তার থেকে বেশি দামের স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে Samsung সম্প্রতি ৩৮ শতাংশ মার্কেট শেয়ার দখলে রেখেছে, যা তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।