আমেরিকাকে টেক্কা দক্ষিণ কোরিয়ার! Apple-কে এই বিষয়ে পিছনে ফেললো Samsung

বাজারে শীর্ষস্থান দখলের জন্য নামজাদা সংস্থাগুলির মধ্যে লড়াইয়ের খবর নতুন কিছু নয়। সেক্ষেত্রে বিশ্বখ্যাত ব্র্যান্ড...
techgup 11 July 2022 12:10 PM IST

বাজারে শীর্ষস্থান দখলের জন্য নামজাদা সংস্থাগুলির মধ্যে লড়াইয়ের খবর নতুন কিছু নয়। সেক্ষেত্রে বিশ্বখ্যাত ব্র্যান্ড Apple (অ্যাপল)-কে আবারও একবার পেছনে ফেলে ভারতের সেরা কোম্পানি হওয়ার রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট Samsung (স্যামসাং)। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে, প্রিমিয়াম মোবাইল ব্র্যান্ডে এক নম্বর হওয়ার পরে এবার সংস্থাটি স্মার্টওয়াচ এবং প্রিমিয়াম টিডব্লিউএস ইয়ারবাডস ব্র্যান্ডগুলির ক্ষেত্রেও ভারতের এক নম্বর কোম্পানি হয়ে উঠেছে। আর, Apple-কে কুপোকাত করে Samsung-এর এই জায়গা দখলের খবর হালফিলে টেক দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

IDC (আইডিসি)-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে স্মার্টওয়াচ ক্যাটাগরিতে স্যামসাংয়ের ৬৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে এবং প্রিমিয়াম টিডব্লিউএস ক্যাটাগরিতে সংস্থার মার্কেট শেয়ার ৩১ শতাংশ। এক্ষেত্রে বলে রাখি, প্রিমিয়াম টিডব্লিউএস ইয়ারবাডস বলতে সেই সমস্ত ইয়ারবাডসের কথা বলা হচ্ছে যেগুলির দাম ৫,৫০০ টাকারও বেশি।

ভারত সেরা কোম্পানি হিসেবে কী বলছে Samsung?

এই প্রসঙ্গে স্যামসাং ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর এবং প্রোডাক্ট মার্কেটিংয়ের হেড আদিত্য বব্বর জানিয়েছেন যে, তাদের Galaxy Watch4 (গ্যালাক্সি ওয়াচ৪) ভারতে দুই অঙ্কের কোয়ার্টার অন কোয়ার্টার (QoQ) গ্রোথ রেকর্ড করেছে, যা এককথায় অভূতপূর্ব। আর এর জন্য ডিভাইসটিতে বিদ্যমান বডি কম্পোজিশন বা পার্সোনালাইজড স্লিপ কোচিংয়ের মতো অনবদ্য ফিচারগুলিই দায়ী বলে তাঁর অভিমত। তদুপরি, Galaxy Watch4 সিরিজ কেন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, সে সম্পর্কে গুটিকয়েক কথাও তিনি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, এই প্রিমিয়াম স্মার্টওয়াচটির নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত স্ক্রিন এবং চমকপ্রদ হেলথ ট্র্যাকিং ফিচারগুলিই এটিকে গ্রাহকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

অন্যদিকে, Galaxy Buds2 (গ্যালাক্সি বাডস২) সম্পর্কে কথা বলতে গিয়ে আদিত্য জানিয়েছেন, এতে প্রদত্ত প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি এবং এনহ্যান্সড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার মানুষের মন জয় করেছে। এর পাশাপাশি Galaxy Buds2-এর ডিজাইনেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। উল্লেখ্য যে, এই ডিভাইসগুলি অফলাইন এবং অনলাইন উভয় স্টোরেই উপলব্ধ।

অন্যান্য কোম্পানির মার্কেট শেয়ার

শুরুতেই বলেছি, স্মার্টওয়াচ মার্কেট শেয়ারের নিরিখে Apple দ্বিতীয় স্থানে রয়েছে। এর শিপমেন্টের পরিমাণ ২২.৭ শতাংশ। তবে এর পরে Fitbit (ফিটবিট) ৪.৭ শতাংশ ও Fossil (ফসিল) ব্র্যান্ড ৩.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানটি দখল করেছে।

Show Full Article
Next Story