বিরাট ছাড়ে Samsung স্মার্টফোন, টিভি ও ফ্রিজ, এই দিন থেকে শুরু হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেল

আগামী ২৫শে নভেম্বর ‘ব্ল্যাক ফ্রাইডে’ (Black Friday)। আর তাই Samsung India ঠিক একদিন আগেই অর্থাৎ ২৪শে নভেম্বর লাইভ করতে চলেছে ‘Samsung India Black Friday’। এই…

আগামী ২৫শে নভেম্বর ‘ব্ল্যাক ফ্রাইডে’ (Black Friday)। আর তাই Samsung India ঠিক একদিন আগেই অর্থাৎ ২৪শে নভেম্বর লাইভ করতে চলেছে ‘Samsung India Black Friday’। এই সেলটি শুরু হওয়ার পর ক্রেতারা – স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, মনিটর, রেফ্রিজারেটর সহ অন্যান্য বিভিন্ন সেগমেন্ট অন্তর্গত ডিভাইসকে সস্তায় কেনার সুযোগ পেয়ে যাবেন।

এক্ষেত্রে, Samsung এদেশে তাদের ‘ব্ল্যাক ফ্রাইডে’ কেন্দ্রিক সেল শুরু হওয়ার আগেই কয়েকটি সেরা ডিলকে ফোকাসে রেখে একটি টিজার পোস্টার শেয়ার করেছে। জানা গেছে, Galaxy Z Fold 4, Galaxy Z Flip 4, এবং Galaxy S22 সিরিজের প্রিমিয়াম মডেলগুলিকে এই সেল চলাকালীন তুলনায় অনেকটা কম দামে বিক্রি করা হবে। চলুন আপকামিং Samsung Black Friday সেলে কোন কোন ডিভাইসকে ছাড়ের সাথে তালিকাভুক্ত করা হবে তা দেখে নেওয়া যাক।

Samsung Black Friday সেলের অফার

স্যামসাং ব্ল্যাক ফ্রাইডে সেল আগামী ২৪শে নভেম্বর শুরু হবে এবং চলবে ব্ল্যাক ফ্রাইডের অন্তিম দিন অর্থাৎ ২৮শে নভেম্বর পর্যন্ত। সংস্থার ঘোষণা অনুযায়ী, আলোচ্য সেলে ভারতীয় গ্রাহকদের জন্য Galaxy S22 সিরিজের প্রারম্ভিক মূল্য ৬০,০০০ টাকার কম রাখা হবে। আবার, Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 3 এই দুটি লেটেস্ট ভাঁজযোগ্য স্মার্টফোনকেও ছাড়ের সাথে কেনা যাবে। যার মধ্যে, ৩য় প্রজন্মের Galaxy Z Flip মডেলটিকে ৬০,০০০ টাকার কমে তালিকাভুক্ত করা হবে।

অন্যদিকে, Galaxy S21 FE স্মার্টফোনটিকে ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলের পর প্রথমবারের জন্য ৪০,০০০ টাকার কম খরচ করে কেনা সম্ভব হবে। এক্ষেত্রে স্যামসাং স্বয়ং জানিয়েছে যে, যেসকল গ্রাহকেরা উক্ত ৫জি-কানেক্টিভিটির মডেলটি খরিদ করবেন তারা ২০,০০০ টাকার সমতুল্য বেনিফিট পাবেন। এছাড়া, স্যামসাং তাদের A-সিরিজ এবং M-সিরিজের স্মার্টফোনগুলির সাথেও ডিসকাউন্ট অফার করবে।

এবার আসা যাক অফারের সাথে উপলব্ধ স্যামসাংয়ের অন্যান্য প্রোডাক্টের প্রসঙ্গে। আলোচ্য টেক জায়ান্টটি দ্বারা সম্প্রতি লঞ্চ করা দুটি ওয়্যারেবল, যথা – Galaxy Watch 5 এবং Galaxy Watch 5 Pro -কে কম দামে বিক্রি করা হবে। অডিও ডিভাইসের মধ্যে Galaxy Buds 2 Pro -এর দাম সেলে কিছুটা কম থাকবে। অন্যদিকে – ল্যাপটপ, মনিটর, অ্যাক্সেসরিজ, স্মার্ট টেলিভিশন, সাউন্ড বার, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, ট্যাবলেট, এয়ার কন্ডিশনার এবং কিচেন অ্যাপ্লায়েন্সের মতো ডিভাইসগুলিকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে তালিকাভুক্ত করা হবে ‘স্যামসাং ইন্ডিয়া ব্ল্যাক ফ্রাইডে’ সেলে।

আপাতত উপরি উল্লেখিত তথ্যগুলি সম্পর্কেই আমরা জানতে পেরেছি। তবে সেল শুরুর আগের মুহূর্তে আমরা ‘স্যামসাং ইন্ডিয়া ব্ল্যাক ফ্রাইডে’ সেল সম্পর্কিত আরো বিশদ বিবরণ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো বলে আশা রাখছি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *