Samsung Blue Fest 2.0: ফ্রিজ কিনলে বিনামূল্যে স্মার্টফোন, স্যামসাংয়ের ধামাকা সেলে কী কী অফার রয়েছে দেখুন

Samsung Blue Fest 2.0 Sale : অন্যতম জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স সংস্থা Samsung তাদের প্রিমিয়াম টেলিভিশন,...
SUPARNA 16 July 2022 1:31 PM IST

Samsung Blue Fest 2.0 Sale : অন্যতম জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স সংস্থা Samsung তাদের প্রিমিয়াম টেলিভিশন, রেফ্রিজারেটর, ডিশওয়াশার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং সাউন্ডবারের মতো প্রোডাক্টগুলিকে লোভনীয় অফারের সাথে গ্রাহক-বেসের কাছে উপলব্ধ করার উদ্দেশ্যে আয়োজন করলো 'Samsung Blue Fest 2.0' সেল৷ এই সেল ইতিমধ্যেই অর্থাৎ ১৫ই জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ২১শে আগস্ট পর্যন্ত। আসন্ন ফেস্টিভ সিজন উপলক্ষ্যে আগাম কেনাকাটি করতে আগ্রহী গ্রাহকেরা Samsung -এর অফিসিয়াল অনলাইন স্টোর, স্যামসাং শপ এবং দেশের যাবতীয় শীর্ষস্থানীয় রিটেল ইলেকট্রনিক্স স্টোরের থেকে এই সেলের লাভ ওঠাতে পারবেন। আসুন 'Samsung Blue Fest 2.0' সেলে উপলব্ধ অফার এবং প্রোডাক্টের তালিকা নিম্নরূপ।

Samsung Blue Fest 2.0 সেল অফার

ক্রেতারা, স্যামসাং আয়োজিত সেল থেকে পণ্য কেনার সময় ৩০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ফ্লাট ২০% ক্যাশব্যাক এবং জিরো ডাউন পেমেন্ট সহ ইজি ইএমআই অপশনের সুবিধা পেয়ে যাবেন। একই সাথে, অন্যান্য আকর্ষণীয় বান্ডেল ডিলও উপলব্ধ। সর্বোপরি Bespoke Family Hub রেফ্রিজারেটর কিনলে, সাথে একটি Samsung Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে বিনামূল্যে পাওয়া যাবে।

Samsung Blue Fest 2.0 সেলে অফারের সাথে উপলব্ধ প্রোডাক্টের তালিকা

টেলিভিশন (Smart TV) :

স্যামসাং ব্লু ফেস্ট ২.০ চলাকালীন, ক্রেতারা নির্বাচিত প্রিমিয়াম টিভিগুলির সাথে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট এবং ২০% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। উক্ত সেলে, Neo QLED এবং QLED রেঞ্জের কয়েকটি বাছাই করা স্মার্ট টিভি মডেলের সাথে ৩ বছরের ওয়ারেন্টি এবং ১০ বছরের নো-স্ক্রিন বার্ন-ইন ওয়ারেন্টি অন্তর্ভুক্ত রয়েছে। স্যামসাংয়ের প্রিমিয়াম Neo QLED টিভি রেঞ্জকে অন্যান্য লাইনআপ অধীনস্ত টিভির তুলনায় ভিন্ন ভাবে ডিজাইন করা হয়েছে। যেমন, এই পরিসরের টিভিতে একটি গেম কনসোল, একটি ভার্চুয়াল প্লে গ্রাউন্ড, স্মার্ট হাব টেকনোলজির সাপোর্ট বিদ্যমান। এটি কোয়ান্টাম মিনি LED দ্বারা চালিত কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো সহ এসেছে, যা রেগুলার LED এর থেকে ৪০ গুণ ছোট। উক্ত রেঞ্জ, ডিপ ব্ল্যাক কালার স্ক্রিন এবং আরও ভাল কন্ট্রাস্ট অফার করার পাশাপাশি ডিসপ্লের ব্রাইটনেসকে আরও সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণের জন্য একটি উন্নত লুমিনাস স্কেলের সাথে এসেছে।

রেফ্রিজারেটর (Refrigerator) :

স্যামসাং আয়োজিত এই সেলে, আপনারা নির্বাচিত কয়েকটি রেফ্রিজারেটর মডেলকে ২০% পর্যন্ত ক্যাশব্যাক, জিরো ডাউন্ড পেমেন্ট ইএমআই এবং অন্যান্য দুর্দান্ত বান্ডিল ডিলের সাথে কিনে নিতে পেতে পারেন। সর্বোপরি, BESPOKE Family Hub রেফ্রিজারেটর ক্রয় করলে, সাথে স্যামসাং-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S22 (৮জিবি+১২৮জিবি) -কে বিনামূল্যে বাড়ি নিয়ে আসা যাবে। অ্যাডভান্স তথা মডিউলার রান্নাঘরের সাজসজ্জার সাথে মেলানোর জন্য BESPOKE লাইনআপের ফ্রিজগুলির ডিজাইন কাস্টমাইজড করা যাবে। এটি হল একটি ৯৩৪ লিটার ক্যাপাসিটির ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর, যাতে ২১.৫-ইঞ্চির ফ্যামিলিহাব স্ক্রিন এবং ২৫ওয়াট স্পিকার আছে। আবার একটি বেভারেজ সেন্সরও পাওয়া যাবে এতে, যা মূলত জল সরবরাহকারী একটি অটোমেটিক ওয়াটার ট্যাঙ্কার। স্যামসাংয়ের Curd Maestro হল বিশ্বের প্রথম রেফ্রিজারেটর, যা দই তৈরি করতে পারে। স্টাইলিশ ডিজাইন এবং ১৯২ লিটার থেকে ৬৯২ লিটার ক্যাপাসিটির সাথে আসা এই ফ্রিজের দাম শুরু হচ্ছে ২০,৯৯০ টাকা থেকে। অন্যদিকে, Digi-Touch Cool হল একটি ৫-ইন-১ সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, যা ব্যবহারকারীদের রেফ্রিজারেটরের দরজা না খুলেই বরং শুধুমাত্র টাচ করার মাধ্যমে ফ্রিজ সেটিংস নিয়ন্ত্রণ করতে দেয়। একই সাথে, শীতলতা বজায় রাখার পাশাপাশি এনার্জিও সঞ্চয় করে এই মডেল। এর দাম ১৯,৯৯০ টাকা এবং ধারণক্ষমতা ১৯৮ লিটার থেকে ২২৫ লিটার পর্যন্ত।

ডিশ ওয়াশার (Dishwasher) :

কুকার এবং কড়াইয়ের মতো ভারতীয় রান্নাঘরে ব্যবহৃত সামগ্রীকে পরিষ্কার করার জন্য ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের Intensive wash ডিশওয়াশার রেঞ্জকে, যার প্রারম্ভিক মূল্য ৩৬,৯৯০ টাকা। অফার হিসাবে, গ্রাহকেরা জিরো ডাউন পেমেন্ট সহ জিরো ইএমআই বিকল্প এবং ২০% পর্যন্ত ক্যাশব্যাকের লাভ ওঠাতে পারেন। স্যামসাং আনীত এই ডিশওয়াশার ১৩টি প্লেস সেটিংস সহ এসেছে, যা একক ওয়াশিং সাইকেলে বিভিন্ন আকারের বাসন পরিষ্কার করতে পারে। আবার, এই মডেলগুলিতে ট্রিপল রিন্স ফিচারও রয়েছে, যা কার্যকরভাবে ভারী ও নোংরা বাসন পরিষ্কারে সক্ষম। এছাড়া, ৯৯.৯৯% ফুড ব্যাকটেরিয়া নির্মূল এবং দাগ দূর করার মাধ্যমে, আপনাকে চকচকে তথা পরিষ্কার বাসন অফার করে।

মাইক্রোওয়েভ (Microwave) :

স্যামসাং ব্লু ফেস্ট ২.০ সেল রন্ধন-প্রেমীদের জন্য একচেটিয়া ডিল নিয়ে এসেছে। যেমন, গ্রাহকেরা মাইক্রোওয়েভের 'মসলা' এবং 'সান-ড্রাই' রেঞ্জের মডেল ক্রয় করলে আকর্ষণীয় অফার পেয়ে যাবেন। ১৮,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে আসা মাইক্রোওয়েভগুলি সিরামিক ক্যাভিটি ও ১০ বছরের ওয়ারেন্টি সহ আসে৷ আবার প্রোডাক্টগুলির রিটেল বক্সে অন্তর্ভুক্ত ম্যাগনেট্রন এবং বোরোসিল গ্লাস বোল সেটের সাথে অতিরিক্ত ৪ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই মাইক্রোওয়েভগুলি কেনার ক্ষেত্রে আপনারারা জিরো ডাউন পেমেন্ট সহ ইজি ইএমআই বিকল্প এবং ক্যাশব্যাক পেয়ে যাবেন।

সাউন্ডবার (Soundbar) :

স্যামসাংয়ের সাউন্ডবার মডেলের উপর ৩০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে, জিরো ডাউন্ড পেমেন্ট ইএমআই এবং ১০% পর্যন্ত ক্যাশব্যাকের লাভও ওঠাতে পারবেন আপনারা। উক্ত সংস্থাটি চলতি বছরেই কিছু নতুন সাউন্ডবার লাইনআপ লঞ্চ করেছিল। যার মধ্যে সামিল রয়েছে ফ্ল্যাগশিপ Q-সিরিজ এবং Lifestyle S-সিরিজ। এগুলি স্যামসাং টিভি-টু-সাউন্ডবার কানেকশন, Q-Symphony, DTSX, স্পেসিফিক সাউন্ড অ্যাডভান্স এবং বিশ্বের প্রথম বিল্ট-ইন ওয়্যারলেস ডলবি অ্যাটমস সহ এসেছে।

ওয়াশিং মেশিন (Washing machine) :

স্যামসাংয়ের ব্লু ফেস্ট ২.০ সেলের দরুন লন্ড্রি কেয়ার আরও ভালো ভাবে করা যাবে। কেননা, সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ২০% পর্যন্ত ক্যাশব্যাক এবং জিরো ডাউন পেমেন্ট সহ মাসিক ৯৯০ টাকার ইজি ইএমআই বিকল্প অফার করা হবে। যার দরুন আপনারা নিজেদের পছন্দমত ওয়াশিং মেশিনকে আরো সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারবেন। স্যামসাংয়ের AI Eco-bubble ওয়াশিং মেশিনে ইন্টিলিজেন্ট এআই (AI) কন্ট্রোল সহ লন্ড্রি করা যাবে। এর বাবেল টেকনোলজি কোমল এবং ব্যয়বহুল কাপড়কে সাবধানতার সাথে ধীরে ধীরে পরিষ্কার করবে। আবার, এআই (AI) কন্ট্রোলের মাধ্যমে আপনি ওয়াশিং সাইকেলের ধরণ সেট করতে পারবেন এবং মেশিন সেই অনুযায়ী কাস্টমাইজভাবে লন্ড্রি পরিচালনা করবে।

Show Full Article
Next Story