Samsung Blue Fest Sale: ঘরে আনুন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, স্যামসাং দিচ্ছে ধামাকা অফার

Samsung Blue Fest Sale: জনপ্রিয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি Samsung সম্প্রতি 'Blue Fest' সেলের ঘোষণা...
SUPARNA 16 March 2022 9:25 PM IST

Samsung Blue Fest Sale: জনপ্রিয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি Samsung সম্প্রতি 'Blue Fest' সেলের ঘোষণা করলো। এই সেলটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। এই সময়কালে, প্রিমিয়াম রেঞ্জের টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং ডিশওয়াশার কেনার ক্ষেত্রে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, Samsung Blue Fest সেলে ক্রেতারা তাদের পছন্দের কনজিউমার ডিউরেবল প্রোডাক্টের সাথে সীমিত সময়ের জন্য ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ২০% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। সাথে, ডাউন পেমেন্ট ছাড়াই সহজ মাসিক ইএমআই অপশনও উপলব্ধ থাকছে। আগ্রহীরা, যেকোনো কনজিউমার ইলেকট্রনিক্স স্টোর এবং সংস্থার অফিসিয়াল অনলাইন শপের মাধ্যমে প্রায় দেড় মাস ব্যাপী এই সেলের অধীনে কেনাকাটা করতে পারবেন। তাহলে চলুন এবার Samsung আয়োজিত 'Blue Fest' সেলে কোন কোন প্রোডাক্টের সাথে কিরূপ অফার দেওয়া হচ্ছে তা দেখে নেওয়া যাক।

সদ্য লাইভ হওয়া এই সেলের প্রসঙ্গে, স্যামসাং ইন্ডিয়ার কনজিউমার ইলেকট্রনিক্স বিজনেসের মার্কেটিং অ্যান্ড অপারেশন্স বিভাগের সেলস প্রধান মোহনদীপ সিং মন্তব্য করেছেন যে, "এখনকার সময়ে গ্রাহকেরা যখন কোনো টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য ডিজিটাল অ্যাপ্লায়েন্স কিনতে যান, তখন তাদের ভাবনা থাকে যেই নতুন পণ্যটি যখন তাদের লিভিং স্পেসে থাকবে তাতে যেন তাদের নিজস্বতার ছাপ থাকে। সাথে, প্রোডাক্টগুলি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ যেন কম হয়, সেই বিষয়েও নিশ্চিত থাকতে চান অনেকে। আর এই প্রবণতার কারণে, আমরা আমাদের লাইফস্টাইল এবং প্রিমিয়াম কনজিউমার ডিউরেবল প্রোডাক্টের চাহিদায় বৃদ্ধি পেতে দেখেছি। তাই, আমাদের গ্রাহকদের এই গ্রীষ্মে সাশ্রয়ী উপায়ে তাদের বাড়ি আপগ্রেড করার একটি সুবর্ণ সুযোগ দিতে, আমরা 'ব্লু ফেস্ট' সেলের ঘোষণা করেছি।"

Samsung Blue Fest Sale ঐর অফার লিস্ট

স্মার্ট টিভি (Smart TV): স্যামসাং ব্লু ফেস্ট সেল চলাকালীন, সংস্থার স্মার্টটিভি সেগমেন্ট অধীনস্ত Neo QLED, QLED এবং Crystal 4K UHD TV -এর মতো প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্ট টেলিভিশনকে ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ২০% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক সহ কিনে নেওয়া যাবে। এছাড়া, কিস্তিতে পেমেন্ট করার ক্ষেত্রে ইএমআই অপশন উপলব্ধ থাকছে। এক্ষেত্রে, আপনাদের কোনো ডাউন পেমেন্ট করতে হবে না।

এয়ার কন্ডিশনার (Air conditioner): চলমান সেল থেকে Windfree এসি বা এয়ার কন্ডিশনার কিনলে গ্রাহকদের ২০% পর্যন্ত ক্যাশব্যাক এবং ৫ বছরের ওয়ারেন্টি অফার করা হবে। এছাড়া, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে মাসিক ৯৯০ টাকার প্রাথমিক ইএমআই শোধ করে প্রোডাক্টটি কেনা সম্ভব। জানিয়ে রাখি, উইন্ডফ্রি হল একটি স্মার্ট এসি, যাতে অ্যালেক্সা এবং গুগল হোম -এর মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া, ডিভাইসে থাকা উইন্ডফ্রি প্রযুক্তি, ৭৭% পর্যন্ত ইলেক্ট্রিসিটি সাশ্রয় করতে পারে। আর, এই কোনভার্টেবল ৫-ইন-১ এসি-তে বিদ্যমান ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি ৪১% পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে সাহায্য করবে।

ডিসওয়াসার (Dishwasher): স্যামসাংয়ের তরফ থেকে সদ্য লঞ্চ করা ডিশওয়াশারের দাম শুরু হচ্ছে ৪২,৯৯০ টাকা থেকে। অফারের কথা বললে, গ্রাহকদের ২০% পর্যন্ত ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া, বিনা কোনো ডাউন পেমেন্ট দিয়ে সহজ মাসিক ইএমআই অপশনও উপলব্ধ থাকছে। ফিচারের প্রসঙ্গে বললে, প্রোডাক্টটি হাইজিন ওয়াশ ফিচারের সাথে এসেছে, যা অবশিষ্ট খাবারে বিদ্যমান ৯৯.৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়া নির্মূল করতে সক্ষম।

ওয়াশিং মেশিন (Washing machine): ব্লু ফেস্ট সেল চলাকালীন, AI ecobable front load ওয়াশিং মেশিন রেঞ্জকে ডিসকাউন্টের সাথে ২৯,৯০০ টাকায় 'স্পেশাল প্রাইজে' কেনা যাবে। সাথে অফার হিসাবে, ২০% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অফার করা হবে। আর কিস্তিতে পেমেন্ট করতে চাইলে, প্রতি মাসে ন্যূনতম ৯৯০ টাকার ইএমআই প্রদানের মাধ্যমে ওয়াশিং মেশিনটি কিনে নিতে পারবেন। তদুপরি, এই একই ওয়াশিং মেশিনের টপ লোড ইনভার্টার রেঞ্জকে ১২ বছরের মোটর ওয়ারেন্টি সহ মাত্র ১৫,২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একই সাথে, ১৫% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক এবং ডাউন পেমেন্ট বিহীন মাসিক ৯৯০ টাকার প্রাথমিক ইএমআই বিকল্পের লাভ ওঠানো যাবে।

রেফ্রিজারেটর (Refrigerator): স্যামসাংয়ের এই অফারের অধীনে, bespoke 934 Ltr Convertible French Door Refrigerator -কে ২০% পর্যন্ত ক্যাশব্যাক সহ ৭৮,০০০ টাকার 'স্পেশাল প্রাইজে' কেনা যাবে। সাথে, প্রতি মাসে ন্যূনতম ৯৯০ টাকার ইএমআই শোধ করার মাধ্যমেও এই ফ্রিজটি কেনা যাবে। এক্ষেত্রে, কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন হবে না। অন্যদিকে, সেলে Curd Maestro refrigerator -এর দাম ২৫,২০০ টাকা থেকে শুরু হচ্ছে৷ এর সাথে, গ্রাহকেরা ১৫% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক এবং ডাউন পেমেন্ট ছাড়া মাসিক ৯৯০ টাকার প্রাথমিক ইএমআই অপশনের সুবিধা পেয়ে যাবেন। তদুপরি, Digi-Touch Cool 5-in-1 Single door refrigerator -কে ১০% পর্যন্ত ক্যাশব্যাক সহ ১৬,৭০০ টাকার 'স্পেশাল প্রাইজে' কেনা যাবে। এছাড়া, ডাউন পেমেন্ট বিনা সহজ মাসিক ইএমআই বিকল্পও উপলব্ধ থাকছে।

Show Full Article
Next Story