Samsung দিচ্ছে ৮ কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ, কীভাবে Bug Bounty তে অংশ নেবেন
কতটা বিপজ্জনক ত্রুটি ধরা পড়েছে তার ওপর ভিত্তি করে Samsung এর বাগ বাউন্টি প্রোগ্রামের মূল্য বাড়িয়ে ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা) পর্যন্ত করা হয়েছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে সবচেয়ে বেশি বাজার শেয়ার রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান Samsung এর। আর সে কারণেই ব্যবহারকারীদের নিরাপত্তা ও ডেটা নিয়ে কোনো আপস করতে চায় না সংস্থাটি। এজন্য স্যামসাং তাদের সফটওয়্যারে ত্রুটি খুঁজে বের করার জন্য বিশ্বজুড়ে হ্যাকার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ জানিয়েছে এবং ৮ কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা করেছে। সংস্থাটি তাদের নতুন বাগ বাউন্টি প্রোগ্রামের অধীনে এই ঘোষণা করছে।
বাগ বাউন্টি প্রোগ্রামের উদ্দেশ্য হল একটি সিস্টেমে উপস্থিত ত্রুটিগুলি খুঁজে বের করা এবং এর বিনিময়ে পুরস্কার জেতা। একটি ব্লগ পোস্টে স্যামসাং জানিয়েছে, নিরাপত্তা গবেষক থেকে শুরু করে এথিক্যাল হ্যাকার পর্যন্ত সবাই তাদের সিস্টেমে ত্রুটি খুঁজে বের করলে পুরস্কার পাবে।
কোন ত্রুটিগুলির জন্য আপনি পুরস্কৃত হবেন?
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব গবেষক তাদের সিস্টেমে যথেচ্ছভাবে কোড এডিট ও সিস্টেমের ক্ষতি সংক্রান্ত বিভিন্ন ধরনের নিরাপত্তা ত্রুটি ও সমস্যা খুঁজে দেবে, তাদের পুরস্কার দেওয়া হবে। সংস্থাটি যে ত্রুটিগুলি সনাক্ত করার চেষ্টা করছে সেগুলির মধ্যে ডেটা এক্সট্রেশন, ডিভাইস আনলক করা, রিমোট অ্যাপ্লিকেশন ইনস্টলেশন বা ডিভাইসের সুরক্ষা বাইপাস করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বিভিন্ন ত্রুটির জন্য বিভিন্ন পুরস্কার মূল্য
কতটা বিপজ্জনক ত্রুটি ধরা পড়েছে তার ওপর ভিত্তি করে বাগ বাউন্টি প্রোগ্রামের মূল্য বাড়িয়ে ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা) পর্যন্ত করা হয়েছে। সবচেয়ে বড় পুরষ্কারটি তাদের জন্য যারা নক্স ভল্টের সুরক্ষা ভেদ করতে এবং হার্ডওয়্যার সুরক্ষা সিস্টেমে রিমোট কোড চালাতে সক্ষম হবে। জানিয়ে রাখি, নক্স ভল্ট হল সংস্থার নিজস্ব সুরক্ষা ব্যবস্থা, যা ক্রিপ্টোগ্রাফিক কী থেকে সংবেদনশীল বায়োমেট্রিক তথ্য, সমস্ত কিছু সেভ রাখে।
কতটা বিপজ্জনক ত্রুটি ধরা পড়েছে তার ওপর ভিত্তি করে Samsung এর বাগ বাউন্টি প্রোগ্রামের মূল্য বাড়িয়ে ১০ লাখ ডলার (প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা) পর্যন্ত করা হয়েছে।