স্যামসাং ভারতে লঞ্চ করলো 4K রেজুলেশন যুক্ত নতুন স্মার্ট টিভি, দাম শুরু ২১ হাজার টাকা থেকে

স্মার্ট টিভির জগতে স্যামসাং অন্যতম একটি বড় নাম। এই মাসের শুরুতেই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি 8K রেজুলেশন যুক্ত নতুন স্মার্ট টিভি সিরিজ ভারতে এনেছিল। আজ Samsung…

স্মার্ট টিভির জগতে স্যামসাং অন্যতম একটি বড় নাম। এই মাসের শুরুতেই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি 8K রেজুলেশন যুক্ত নতুন স্মার্ট টিভি সিরিজ ভারতে এনেছিল। আজ Samsung নিজের পোর্টফলিওতে যুক্ত করেছে আরও একটি নতুন স্মার্ট টিভি রেঞ্জ। এই রেঞ্জে কোম্পানি ৩২ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চির মধ্যে বেশ কিছু টেলিভিশন লঞ্চ করেছে যার দাম শুরু হচ্ছে ২০,৯০০ টাকা থেকে। Crystal 4K UHD ও Unbox Magic 3.0 নামে আসা স্যামসাংয়ের এই দুটি স্মার্ট টিভি কাল থেকেই বাজারে কিনতে পারবেন। ক্রিস্টাল সিরিজে থাকছে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি স্ক্রীনের স্মার্ট টেলিভিশন। অপরদিকে আনবক্স ম্যাজিক সিরিজে থাকছে ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি টেলিভিশন।

Samsung Crystal 4K UHD ও Unbox Magic 3.0 দাম এবং অফার:

প্রথমে আসা যাক ক্রিস্টাল সিরিজের টেলিভিশনের কথায়। এই সিরিজের ৪৩ ইঞ্চি স্ক্রিনের টেলিভিশনের দাম শুরু হচ্ছে ৪৪,৪০০ টাকা থেকে। এরপর ৫০ ইঞ্চি স্ক্রিনের মডেলের দাম ৬০,৯০০ টাকা। ৫৫ ইঞ্চি স্ক্রিন মডেলের দাম ৬৭,৯০০ টাকা। ৬৫ ইঞ্চি স্ক্রিন মডেলের দাম ১,৩২,৯০০ টাকা এবং ৭৫ ইঞ্চি স্ক্রিন মডেলের দাম ২,৩৭,৯০০ টাকা রাখা হয়েছে।

অপরদিকে আনবক্স ম্যাজিক সিরিজের ৩২ ইঞ্চি স্ক্রিনের মডেলের দাম ২০,৯০০ এবং ৪৩ ইঞ্চি স্ক্রিনের মডেলের দাম ৪১,৯০০ টাকা রাখা হয়েছে।

আপনারা স্যামসাং মাই ইএমআই অফার ব্যবহার করে মাত্র ৯৯০ টাকার ইএমআই তে এই স্মার্ট টিভিগুলি কিনতে পারেন। এছাড়া যদি আপনার কাছে এইচডিএফসি, আইসিআইসিআই, ফেডারেল এবং স্টেট ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনি অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন।

Samsung Crystal 4K UHD ও Unbox Magic 3.0 স্পেসিফিকেশন:

নতুন এই স্মার্ট টেলিভিশনে বিক্সবি এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকবে। এছাড়াও এই টেলিভিশনে পার্সোনাল কম্পিউটার, কনটেন্ট গাইড মিউজিক সিস্টেম অটো হটস্পট এর মত অনেক ধরনের ফিচার দেওয়া হয়েছে।

এছাড়াও আপনারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেমন – ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের অপশন পেয়ে যাবেন। এছাড়াও এই টিভিগুলির রিমোটে কয়েকটি অ্যাপ্লিকেশনের বাটন দেওয়া হয়েছে। এই স্মার্ট টিভিগুলির সাথে পাওয়া যাবে মাইক্রোসফট অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন । এছাড়া আপনারা পেয়ে যাবেন ৫ জিবি ক্লাউড স্টোরেজ এবং পার্সোনাল কম্পিউটার মোড।

ক্রিস্টাল 4K সিরিজের টেলিভিশনের বিশেষ ফিচার –

এই ধরনের স্মার্ট টিভিতে ক্রিস্টাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা ডাইনামিক ক্রিস্টাল ডিসপ্লে, ক্রিস্টাল 4K প্রসেসর সাপোর্ট পাবেন। আপনারা 4K কোয়ালিটিতে যেকোনো কনটেন্ট দেখতে পারবেন। কোম্পানি দাবি করেছে যে এই টেলিভিশনের ডুয়াল এলইডি ব্যাকলাইট টেকনোলজি আপনাকে দুর্দান্ত পিকচার কোয়ালিটি এবং কনট্রাস্ট প্রদান করবে। মাল্টি ভিউয়িং টেকনিক এখানে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনি একটি স্ক্রিনে দুটি কনটেন্ট চালাতে পারবেন।

অন্যদিকে যদি আপনার কাছে থাকে আনবক্স ম্যাজিক সিরিজ, তাহলে আপনার ওয়ার্ক ফ্রম হোম খুবই সুবিধাজনক হয়ে যাবে। কারণ এই টিভি কম্পিউটার মনিটর হিসাবে ব্যবহার করা যাবে। সঙ্গে সঙ্গেই আপনার এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স অনেকাংশে বেড়ে যাবে।