TSMC কে টেক্কা দিয়ে সবচেয়ে ছোট ও শক্তিশালী ৩ ন্যানোমিটার প্রসেসর তৈরি করছে Samsung
দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রযুক্তি সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics Co Ltd) সেমিকন্ডাক্টর চিপ নির্মাণের...দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রযুক্তি সংস্থা স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics Co Ltd) সেমিকন্ডাক্টর চিপ নির্মাণের ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতিসাধন করলেও, এটি এখনও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। টিএসএমসি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী সংস্থার খেতাব অর্জন করেছে। তবে এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য স্যামসাং ইলেকট্রনিক্স একটি নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানিয়েছে যে, তারা বিশ্বের সর্বপ্রথম অ্যাডভান্সড ৩ ন্যানোমিটার প্রযুক্তির সাথে চিপসেটের গণ উৎপাদন শুরু করেছে। স্বাভাবিকভাবেই স্যামসাং কন্ট্রাক্ট চিপ উৎপাদনের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টিএসএমসি-কে ধরার জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন ক্লায়েন্টদের নিজেদের দিকে আনার চেষ্টায় রয়েছে।
Samsung Electronics তাদের ৩ ন্যানোমিটার প্রযুক্তি দ্বারা নির্মিত চিপসেটের গণ উৎপাদন চালু করলো
স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ তাদের একটি সাম্প্রতিক বিবৃতিতে বলেছে যে, প্রচলিত ৫ ন্যানোমিটারের চিপগুলির সাথে তুলনা করলে, নতুন উন্নত প্রথম-প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রক্রিয়াটি ৪৫ শতাংশ পর্যন্ত শক্তিক্ষয় কমাতে পারে, ২৩ শতাংশ পারফরম্যান্স উন্নত করতে পারে এবং ১৬ শতাংশ এরিয়া কমাতে পারে। যদিও, মোবাইল প্রসেসর এবং উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং চিপগুলির মতো মেড-টু-অর্ডার চিপ সরবরাহকারী সংস্থাটি তাদের লেটেস্ট ফাউন্ড্রি প্রযুক্তির জন্য ক্লায়েন্টদের নাম উল্লেখ করেনি। তবে বিশ্লেষকদের মতে, স্যামসাং নিজেই এবং বেশ কিছু চীনা কোম্পানি এর প্রাথমিক গ্রাহকদের মধ্যে থাকবে।
অন্যদিকে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) হল বিশ্বের সবচেয়ে উন্নত ফাউন্ড্রি চিপমেকার। এই সংস্থাটি অ্যাপল (Apple) এবং কোয়ালকম (Qualcomm)-এর মতো নিজস্ব সেমিকন্ডাক্টর ফেসিলিটি নেই এমন সংস্থাগুলিকে চুক্তির ভিত্তিতে চিপসেট সরবরাহ করে বিশ্ব বাজারের প্রায় ৫৪ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
তবে, ডেটা প্রদানকারী ট্রেন্ডফোর্স (TrendForce)-এর একটি রিপোর্ট অনুসারে, বর্তমানে ১৬.৩ শতাংশ মার্কেট শেয়ারের সাথে দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং ইলেকট্রনিক্স, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ লজিক চিপমেকার হিসাবে টিএসএমসি-কে ছাড়িয়ে যাওয়ার জন্য গত বছর ১৭১ ট্রিলিয়ন দক্ষিণ কোরীয় ওন (প্রায় ১,৭০,০০,০০০ কোটি টাকা) বিনিয়োগ করেছে৷ স্যামসাং-এর ফাউন্ড্রি বিজনেসের প্রধান সিয়োং চোই জানান যে, তারা প্রতিযোগিতামূলক প্রযুক্তির উন্নয়নে সক্রিয় উদ্ভাবন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, স্যামসাংয়ের সহ-চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যুং ক্যে হ্যুন (Kyung Kye-hyun) চলতি বছরের শুরুতে বলেছিলেন যে, সংস্থাটি উচ্চ বাজার বৃদ্ধির প্রত্যাশায় চীনে নতুন ক্লায়েন্টদের সন্ধান করছে। কারণ অটোমেকার থেকে শুরু করে অ্যাপ্লায়েন্স পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলি ক্রমাগত বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের ঘাটতি মোকাবেলার জন্য তাদের ক্যাপাসিটি সুরক্ষিত করতে উদ্যোগী হয়েছে।
উল্লেখ্য, Samsung যেখানে ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেখানে TSMC ২০২৫ সালে ২ ন্যানোমিটার ভলিউম উৎপাদনের পরিকল্পনা করছে। স্যামসাং মেমরি চিপগুলির বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, তবে এটি ফাউন্ড্রি বিজনেসের বৈচিত্র্যময়তার ক্ষেত্রে অগ্রগামী TSMC-কে টেক্কা দিতে পারেনি, যা তাদের পক্ষে প্রতিযোগিতাকে আরো কঠিন করে তুলেছে।