নভেম্বরে লঞ্চ হচ্ছে স্যামসাংয়ের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Exynos 1080

আগামী ১২ নভেম্বর চীনে একটি ইভেন্টে Samsung লঞ্চ করতে চলেছে Exynos 1080 চিপসেট। চাইনিজ মাইক্রোব্লগিং সাইট Weibo-তে একটি পোস্টের মাধ্যমে এই নতুন চিপসেট লঞ্চের তারিখ…

আগামী ১২ নভেম্বর চীনে একটি ইভেন্টে Samsung লঞ্চ করতে চলেছে Exynos 1080 চিপসেট। চাইনিজ মাইক্রোব্লগিং সাইট Weibo-তে একটি পোস্টের মাধ্যমে এই নতুন চিপসেট লঞ্চের তারিখ জানানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসা Exynos 980-এর উত্তরসূরি হিসেবে একে লঞ্চ করা হচ্ছে। এই Exynos 980 প্রসেসর কে আমরা মূলত মিড-রেঞ্জ ফোন যেমন- Samsung Galaxy A71 5G, Galaxy A51 5G, Vivo X30, Vivo X30 Pro, Vivo S6 5G স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছিলাম।

নতুন এই Exynos 1080 চিপসেট প্রথম কোন ফোনে থাকতে পারে তা নিয়ে Samsung কিছু জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Galaxy S21 সিরিজে একে ব্যবহার করা হবেনা। নতুন এই চিপসেটের আংশিক স্পেসিফিকেশন পূর্বেই প্রকাশ হয়েছিল। যেমন- Exynos 1080-তে থাকবে Cortex-A78 CPU এবং Mali-G78 GPU। AnTuTu বেঞ্চমার্ক অনুসারে আটটি কোরের এই CPU-তে থাকবে চারটি করে Cortex-A78 ও Cortex-A55 কোর এবং নতুন এই চিপসেট ৫ ন্যানোমিটার প্রসেসে নির্মিত হবে। এতে বিল্ট-ইন ৫জি মডেমও থাকতে চলেছে।

প্রসঙ্গত, অক্টোবরে Samsung আনুষ্ঠানিকভাবে Exynos 1080 চিপসেটের ঘোষণা করে দাবী করেছিল, Exynos 1080 দ্বারা চালিত Orion কোডনেমের একটি স্মার্টফোন AnTuTu বেঞ্চমার্কে ৬,৫০০০০ এর বেশী পয়েন্ট স্কোর করেছে। পরে AnTuTu যখন বেঞ্চমার্কটি শেয়ার করে তখন দেখা যায়, এটি কোয়ালকমের ফ্ল্যাগশীপ Snapdragon 865 এবং 865+ চিপসেটকে হারিয়ে ৬,৯৩,৬০০ পয়েন্ট অর্জন করেছে।

স্ন্যাপশট দেখে জানা গিয়েছিল, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে চলবে এবং এতে  ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম থাকবে। এছাড়া ডিভাইসটি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। Orion কোডনেমের এই ফোনের পরিচয় না জানা গেলেও Gizchina-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এটি Vivo X60 সিরিজের স্মার্টফোন হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন