ফোন, ট্যাবলেট থেকে ফ্রিজ সমস্ত কিছুই পাবেন সস্তায়! ধামাকা Offer নিয়ে শুরু Samsung Sale
দুর্গাপুজো শেষ হয়েছে বটে, তবে পশ্চিমবাংলা তথা ভারতে এখনও পর্যন্ত উৎসবের মরসুম শেষ হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Samsung...দুর্গাপুজো শেষ হয়েছে বটে, তবে পশ্চিমবাংলা তথা ভারতে এখনও পর্যন্ত উৎসবের মরসুম শেষ হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Samsung India আজ তার ফেস্টিভ সেল 'Fab Grab Fest'-এর দ্বিতীয় পর্ব ঘোষণা করেছে৷ জনপ্রিয় কোম্পানিটির এই বিক্রয়পর্বে সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন, ট্যাবলেট এবং আরও অন্যান্য অনেক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজের মতো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বিশাল ছাড়ে কেনা যাবে। আগামী ১৪ই নভেম্বর অর্থাৎ দীপাবলির সময় পর্যন্ত Samsung Fab Grab Fest সেল চলবে, আগ্রহী কাস্টমাররা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ Samsung.com, Samsung Shop অ্যাপ এবং এক্সক্লুসিভ স্টোরগুলিতে এর অফারগুলি কাজে লাগাতে পারবেন। আসুন, এখন এক নজরে Samsung Fab Grab Fest সেলের অফার ও অন্যান্য তথ্য দেখে নিই।
ট্যাবলেট এবং ফোনে বাম্পার ডিসকাউন্ট Samsung
স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেল উপলক্ষে কোম্পানি Samsung Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5, Galaxy S23 Ultra, Galaxy S23 Plus, Galaxy S23, Galaxy S23 FE ইত্যাদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং Samsung Galaxy Tab A9, Galaxy Tab A9 Plus, Galaxy Tab S9 FE, Galaxy Tab S9 FE Plus-এর মত ট্যাবলেটগুলি ছাড়ে কেনার সুযোগ দেবে। এক্ষেত্রে এই ডিভাইসগুলিতে ৪৫% থেকে ৭০% পর্যন্ত বাই-ব্যাক ভ্যালুও পাওয়া যাবে।
পাবেন এত টাকা করে ছাড়
– স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্টে নির্বাচিত স্মার্টফোনে ১০,০০০ টাকা পর্যন্ত এবং নির্বাচিত ট্যাবলেটগুলিতে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পেতে পারেন।
– এক্ষেত্রে Samsung Galaxy Tab A9 ট্যাবলেটটি হাজার টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাকে ১১,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
– Samsung Galaxy Tab A9+ ট্যাবলেটটি ৩,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার কাজে লাগিয়ে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
– Samsung Galaxy Tab S9 FE ট্যাবলেটটি ৪,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাকের সাথে ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
– Galaxy Tab S9 FE+ ট্যাবলেটটিতে ৫,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক মিলবে, এর দাম পড়বে ৪১,৯৯৯ টাকা।
– Samsung Galaxy A05s স্মার্টফোনটি হাজার টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক কাজে লাগিয়ে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
– এছাড়া Galaxy Z Flip5 (Yellow) স্মার্টফোনটিতে ৭,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক পাবেন, যারপরে এর দাম পড়বে ৮৫,৯৯৯ টাকা।
– Samsung Galaxy S23 FE (Special Edition) স্মার্টফোনটি ১০,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাকে কেনা যাবে, এক্ষেত্রে খরচ হবে ৪৯,৯৯৯ টাকা।
– সেলের মধ্যে ল্যাপটপে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। টিভি পাবেন ৫৪ শতাংশ পর্যন্ত সস্তায়। নির্বাচিত ফ্ল্যাগশিপ টিভি মডেলগুলি কিনলে কাস্টমাররা ফোন, টিভি এবং সাউন্ডবার বিনামূল্যে পেতে পারেন। অন্যদিকে ফ্রিজে ৪০ শতাংশ, ওয়াশিং মেশিনে ৩৭ শতাংশ পর্যন্ত এবং এসিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।
সেলে Samsung দেবে ব্যাঙ্ক অফারও
স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট চলাকালীন এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI) এবং অন্যান্য বড় ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে ২০% পর্যন্ত ক্যাশব্যাক ও ৪১% ছাড়সহ নির্বাচিত গ্যালাক্সি ট্যাবলেট, অ্যাক্সেসরিজ এবং উইয়ারেবল আইটেম কেনা যাবে৷ আবার, গ্যালাক্সি ল্যাপটপের নতুন রেঞ্জ কেনাকাটা করার সময় প্রধান প্রধান ব্যাঙ্কগুলির ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে ২০% পর্যন্ত ক্যাশব্যাকের সাথে ৩৬% পর্যন্ত ছাড় পাবেন।