Samsung Finance+: পেমেন্ট না করেই কেনা যাবে স্যামসাং ফোন সহ বিভিন্ন প্রোডাক্ট, লঞ্চ হল নতুন পরিষেবা

স্যামসাং তাদের গ্রাহকদের জন্য Samsung Finance+ নামে একটি নতুন ডিজিটাল লেন্ডিং প্রোগ্রাম নিয়ে এল। এই প্রোগ্রামের অধীনে ক্রেতারা কোম্পানির স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার সময়…

স্যামসাং তাদের গ্রাহকদের জন্য Samsung Finance+ নামে একটি নতুন ডিজিটাল লেন্ডিং প্রোগ্রাম নিয়ে এল। এই প্রোগ্রামের অধীনে ক্রেতারা কোম্পানির স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার সময় ঋণ পাবেন। এই প্রোগ্রামের মাধ্যমে টিভি, সাউন্ডবার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এয়ার কন্ডিশনার ও স্মার্টফোন কেনার সুযোগ থাকবে।

Samsung এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই প্রোগ্রামে ভারতের ১,২০০টি শহরের ৩,০০০ রিটেল স্টোর থেকে ঋণ পাওয়া যাবে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ ১,৫০০টি শহরের ৫,০০০-এরও বেশি রিটেল স্টোরে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। এই প্রোগ্রামের জন্য, সংস্থাটি দিল্লি-ভিত্তিক ক্রেডিট সলিউশন সংস্থা DMI ফাইন্যান্সের সাথে অংশীদারিত্ব করেছে।

লোনে Samsung প্রোডাক্ট কীভাবে কেনা যাবে

স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে, ঋণ নিতে গেলে গ্রাহকদের স্যামসাংয়ের রিটেল আউটলেটে গিয়ে স্যামসাং ফিনান্স প্লাস ডেস্কে যেতে হবে। এর পর কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য নথি জমা দিতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন ও ক্রেডিট স্কোরিং চেক করার পর মাত্র ২০ মিনিটের মধ্যে গ্রাহককে ইএমআই পেমেন্টের অপশন দেওয়া হবে এবং তিনি প্রোডাক্ট কেনার জন্য টাকা পাবেন।

Axis ব্যাঙ্কের সঙ্গে Samsung এর অংশীদারিত্ব রয়েছে

গত মাসে, স্যামসাং অ্যাক্সিস ব্যাংক এবং ভিসার সাথে অংশীদারিত্বে একটি নতুন ক্রেডিট কার্ডও চালু করেছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০ হাজার টাকার স্যামসাংয়ের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। স্যামসাংয়ের কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, সার্ভিস সেন্টার পেমেন্টস এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টির মতো পরিষেবাতেও গ্রাহকরা এই ক্যাশব্যাকের সুবিধা পাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন