Samsung Galaxy A02 ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 11 আপডেট

জানুয়ারির শেষে বাজারে পা রেখেছিল Samsung-এর এন্ট্রি-লেভেল বাজেট স্মার্টফোন Galaxy A02। সেই সময় সংস্থার অন্যান্য স্মার্টফোনগুলি Android 11-এর সাথে এলেও, Galaxy A02-তে Android 10 প্রি-লোড…

জানুয়ারির শেষে বাজারে পা রেখেছিল Samsung-এর এন্ট্রি-লেভেল বাজেট স্মার্টফোন Galaxy A02। সেই সময় সংস্থার অন্যান্য স্মার্টফোনগুলি Android 11-এর সাথে এলেও, Galaxy A02-তে Android 10 প্রি-লোড করা হয়েছিল। সাথে ছিল স্যামসাংয়ের নিজস্ব কাস্টম সফটওয়্যার One UI 2.0। ব্যবহারকারীদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার Samsung Galaxy A02 (স্যামসাং গ্যালাক্সি এ০২) Android 11-ভিত্তিক One UI 3.0-এর আপডেট পেতে শুরু করেছে।

স্যামমোবাইলের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Samsung তাদের Galaxy A02-এর জন্য Android 11 আপডেটের রোল আউট শুরু করেছে। স্মার্টফোনটির লেটেস্ট সিস্টেম আপডেটের সাথে One UI 3.0-এর স্কিনও যুক্ত হয়েছে।

উল্লেখ্য, আপডেটটি বর্তমানে রাশিয়াতে A022GDXU2BUI3 ফার্মওয়্যার ভার্সনের সাথে লাইভ। অন্যান্য OTA সিস্টেম আপডেটের মতো এটাও ব্যাচ ধরে রোলআউট হচ্ছে। যার ফলে এখন এটি কয়েকজন রাশিয়ান ইউজারের কাছে উপলব্ধ।  তবে নতুন সফটওয়্যার আপডেটটি বিশ্বের অন্যান্য প্রান্তের Samsung Galaxy A02 ব্যবহারকারীদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা করা যায়।

আপডেট দেওয়ার ক্ষেত্রে স্যামসাংয়ের ইতিহাস ঘাঁটলে ধরে দেওয়া যায়, Galaxy A02 আরও একটি মেজর সিস্টেম আপডেট পেতে পারে, যা Android 12-ভিত্তিক One UI 4.0-এর রূপে আসবে। এটি আগামী বছরের শেষের দিকে এই ফোনের জন্য রোলআউট হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন