Samsung Galaxy A03s ট্রিপল রিয়ার ক্যামেরা সহ ভারতে আসছে, পেল BIS সার্টিফিকেশন

Samsung, Galaxy A02s ভারতে লঞ্চ করেনি ঠিকই, তবে এর উত্তরসূরি Galaxy A03s ভারতে পা রাখবে। খুব সম্প্রতি জানা গিয়েছিল যে, দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি SM-A037F মডেল…

Samsung, Galaxy A02s ভারতে লঞ্চ করেনি ঠিকই, তবে এর উত্তরসূরি Galaxy A03s ভারতে পা রাখবে। খুব সম্প্রতি জানা গিয়েছিল যে, দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি SM-A037F মডেল নম্বরের Galaxy A03s স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ফার্মওয়্যার ডেভেলপমেন্ট শুরু করেছে। এখন Samsung Galaxy A03s ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS)-এর ছাড়পত্র পেয়ে গেল। এর ফলে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ভারতে লঞ্চ হওয়া একপ্রকার নিশ্চিত বলা চলে।

Samsung Galaxy A03s স্মার্টফোনের BIS লিস্টিং

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস স্মার্টফোনের বিআইএস অথরিটির অনুমোদন পাওয়ার বিষয়টি প্রথমে টিপস্টার মুকুল শর্মার গোচরে আসে। বিআইএস লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সার্টিফিকেশন পাওয়ায় অর্থ, এটি ভারতে লঞ্চ হতে চলেছে। খুব সম্ভবত, আগস্টে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস অফিসিয়াল ভাবে আত্মপ্রকাশ করতে পারে।

Samsung Galaxy A03s স্পেসিফিকেশন

Samsung Galaxy A03s ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচের মধ্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

অন্যদিকে ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে৷ তিনটি ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর হতে পারে ১২ মেগাপিক্সেল। আবার বাকি দুটি ক্যামেরা হিসেবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন