সস্তা Samsung Galaxy A03s ফোনে থাকবে ৪ জিবি র‌্যাম, লঞ্চের আগে দেখা গেল Geekbench-এ

Samsung আজ ভারতে F সিরিজের নতুন ফোন হিসেবে Galaxy F22 লঞ্চ করেছে। তবে শীঘ্রই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি একটি A সিরিজের...
PUJA 6 July 2021 6:08 PM IST

Samsung আজ ভারতে F সিরিজের নতুন ফোন হিসেবে Galaxy F22 লঞ্চ করেছে। তবে শীঘ্রই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি একটি A সিরিজের ফোন ভারতে আনবে, যার নাম Samsung Galaxy A03s। কয়েকদিন আগেই এই ফোনটিকে ভারতের BIS ও ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এখন ফোনটিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ অন্তর্ভুক্ত করা হল। এখান থেকে Samsung Galaxy A03s ফোনটির প্রসেসর, অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন তথ্য জানা গেছে।

Samsung Galaxy A03s কে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনটির মডেল নম্বর SM-A037F। এই একই মডেল নম্বর সহ ফোনটিকে অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। গিকবেঞ্চ থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে Mediatek MT6765V প্রসেসর থাকবে, এটি আসলে মিডিয়াটেক হেলিও জি৪৫ প্রসেসরের মডেল নম্বর।

এছাড়া Samsung Galaxy A03s ফোনটিকে এখানে ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত থাকতে দেখা গেছে। তবে আশা করা যায় লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৬৩ ও ৮৪৭ স্কোর করেছে।

Samsung Galaxy A03s এর অন্যান্য স্পেসিফিকেশন

এর আগে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। আবার পিছনে থাকবে ট্রিপল সেটআপ। এই তিনটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story