Samsung Galaxy A04 Core সস্তায় মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সহ আসছে, দেখা গেল Geekbench-এ

গত নভেম্বর মাসে স্যামসাং তাদের A-সিরিজের অধীনে এন্ট্রি লেভেলের Galaxy A03 Core হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। আবার কয়েক মাস আগে এই ফোনের উত্তরসূরি হিসেবে Samsung Galaxy…

গত নভেম্বর মাসে স্যামসাং তাদের A-সিরিজের অধীনে এন্ট্রি লেভেলের Galaxy A03 Core হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। আবার কয়েক মাস আগে এই ফোনের উত্তরসূরি হিসেবে Samsung Galaxy A04 Core-এর ফার্স্ট লুকটি প্রকাশ্যে এসেছিল। আর এখন এই মডেলটির শীঘ্রই লঞ্চ হওয়ার জল্পনাকে উস্কে দিয়েছে একটি নতুন স্যামসাং ফোনের গিকবেঞ্চ (Geekbench) তালিকা। এই পরিচিত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Samsung SM-A042F মডেল নম্বর যুক্ত একটি নতুন ফোনকে খুঁজে পাওয়া গেছে, যেটি Galaxy A04 Core হবে বলেই মনে করা হচ্ছে। গিকবেঞ্চ তালিকাটি যথারীতি আপকামিং ডিভাইসটির প্রসেসর র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রকাশ করেছে।

Samsung Galaxy A04 Core-কে দেখা গেল Geekbench-এর সাইটে

SM-A042F মডেল নম্বর সহ একটি স্যামসাং স্মার্টফোনকে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই নতুন হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে ৩ জিবি র‍্যাম পাওয়া যাবে। এটি ২.৩ গিগাহার্টজ বেস ফ্রিকোয়েন্সি সহ MT6765V/CB মডেল নম্বর যুক্ত প্রসেসর দ্বারা চালিত হবে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়া, এই স্যামসাং ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৮০২ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৫৫৬ পয়েন্ট স্কোর করেছে।

প্রসঙ্গত, লিক ট্র্যাকিং ওয়েবসাইট স্ল্যাশলিকস (SlashLeaks)-এর রিপোর্ট অনুসারে, উল্লিখিত মডেল নম্বরটি স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর-এর সাথে যুক্ত। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গিকবেঞ্চ তালিকায় উল্লিখিত তথ্যের ওপর ভিত্তি করে, আসন্ন ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ দ্বারা চালিত হতে পারে, যার সাথে গ্রাফিক্সের জন্য রোগ জিই ৮৩২০ জিপিইউ যুক্ত থাকবে। যদিও, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এখনও গ্যালাক্সি এ০৪ কোর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, গত মাসে স্যামসাং গ্যালাক্সি এ০৪ কোর-এর কিছু মার্কেটিং ইমেজ প্রকাশ্যে এসেছিল। এই হ্যান্ডসেটটি গ্যালাক্সি এ-সিরিজের একটি নতুন বাজেট স্মার্টফোন হবে বলে জানা গেছে। এটি গতবছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর-এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখতে চলেছে।

এছাড়া ফাঁস হওয়া ছবিতে, Samsung Galaxy A04 Core-কে ইনফিনিটি-ভি ডিসপ্লের সাথে দেখা গেছে। রিপোর্ট অনুসারে ডিভাইসটি ব্ল্যাক, কপার এবং গ্রীন কালার অপশনগুলিতে লঞ্চ হতে পারে। ছবিগুলি থেকে আরও জানা গেছে যে, Galaxy A04 Core-এর ডিজাইনটি এর পূর্বসূরির মতোই হবে, তবে রিয়ার ক্যামেরা মডিউলের চারপাশে কিছুটা আলাদা প্যাটার্ন দেখা যাবে। আগে এই বাজেট ফোনটিতে স্যামসাংয়ের এক্সিনস ৮৫০ চিপসেটটি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছিল, যা হ্যান্ডসেটটির সদ্য প্রকাশিত গিকবেঞ্চ তালিকার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন