Samsung Galaxy A04 লঞ্চের আগে পেল NBTC থেকে ছাড়পত্র, সস্তা এই ফোনে থাকবে পাওয়ারফুল ব্যাটারি

Samsung Galaxy A04 শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। কয়েকদিন আগেই এই ফোনকে আমেরিকার এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে দেখা...
Julai Modal 15 July 2022 10:17 AM IST

Samsung Galaxy A04 শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। কয়েকদিন আগেই এই ফোনকে আমেরিকার এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এখন Galaxy A সিরিজের এই ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) থেকে অনুমোদন লাভ করলো। এখানেও ফোনটিকে SM-A045F/DS মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। ফলে Samsung Galaxy A04 যে একাধিক দেশে লঞ্চ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Mysmartprice সর্বপ্রথম স্যামসাং গ্যালাক্সি এ০৪ ফোনকে থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইটে খুঁজে পায়‌। তারা জানিয়েছে, ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটেও উপস্থিত হয়েছে। যদিও এই দুই সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।

তবে স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর এফসিসি লিস্টিং অনুযায়ী, এতে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার ফোনের সাথে যে চার্জার দেওয়া হবে তার মডেল নম্বর থাকবে EP-TA20JWE এবং এটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনটি ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ব্যান্ডের সাথে ওয়াই-ফাই সংযোগও প্রদান করতে পারে।

এছাড়া Samsung Galaxy A04 সম্পর্কে আপাতত আর কোনো তথ্য সামনে আসেনি। তবে যেভাবে একের পর এক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হচ্ছে, তাতে খুব শীঘ্রই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে। অনুমান করা যায়, এটি বাজেট রেঞ্জে আসবে। যদিও Samsung এখনও তাদের নতুন A সিরিজের এই ফোন নিয়ে মুখ খোলেনি। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে Samsung Galaxy A04 বাজারে আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে।

Show Full Article
Next Story
Share it