Samsung Galaxy A04s আসছে V নচ স্টাইল ডিসপ্লে ও 5000mAh ব্যাটারির সাথে, ফাঁস রেন্ডার

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে তাদের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ওপর কাজ করছে। জানা গেছে এই...
Ananya Sarkar 29 April 2022 2:39 PM IST

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে তাদের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ওপর কাজ করছে। জানা গেছে এই স্মার্টফোনটি গতবছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy A03s স্মার্টফোনটির উত্তরসূরি হবে এবং এটি বাজারে Samsung Galaxy A04s নামে আত্মপ্রকাশ করবে। যদিও এই হ্যান্ডসেটটি লঞ্চ হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। তবে ইতিমধ্যেই এক পরিচিত টিপস্টার এই আপকামিং ফোনটির কিছু কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডার প্রকাশ্যে এনেছেন, যেগুলি থেকে Samsung Galaxy A04s-এর ডিজাইন এবং বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারা গেছে। এই উচ্চ-রেজোলিউশন রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, আসন্ন স্যামসাং স্মার্টফোনটির সাথে এর পূর্বসূরির ডিজাইনে কোনও লক্ষণীয় পার্থক্য নেই।

ফাঁস হল Samsung Galaxy A04s রেন্ডার, স্পেসিফিকেশন

টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার ওরফে অনলিক্স (OnLeaks), টেক সাইট গিজনেক্সট (Giznext)-এর সাথে যৌথভাবে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ০৪এস-এর কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডারগুলি ফাঁস করেছেন। এটি একটি সাশ্রয়ী মূল্যের ফোন হিসেবে বাজারে আসবে বলে জানা গেছে। আর তাই স্পেসিফিকেশনের দিক থেকেও এটি তার মূল্যের সাথেই সাযুজ্য বজায় রাখবে। ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস-এ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যার আকার প্রায় ৬.৫ ইঞ্চি হবে। এই ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি V-আকৃতির নচ দেখতে পাওয়া যাবে। এছাড়া, ডিসপ্লেটি এইচডি+ রেজোলিউশন অফার করবে। রেন্ডারে দেখতে পাওয়া স্মার্টফোনটির পরিমাপ হবে ১৬৪.৫ x ৭৬.৫ x ৯.১৮ মিলিমিটার।

পারফরম্যান্সের জন্য, স্যামসাংয়ের এই ফোনে মিডিয়াটেক, কোয়ালকম বা ইউনিসকের প্রসেসর ব্যবহার করবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ০৪এস-এর ব্যাটারি ব্যাকআপ সংক্রান্ত তথ্যগুলিও আপাতত জানা যায়নি, তবে পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ০৩এস-এর মতই, এই হ্যান্ডসেটেও একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে হতে পারে, যা ১৫ ওয়াট চার্জিং অফার করবে।

এছাড়া ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, এই ফোনের ডানদিকে ভলিউম রকারটি অবস্থান করবে। আর অন্যান্য স্যামসাং স্মার্টফোনের মতো, পাওয়ার বাটনটি ডিভাইসটির ডানদিকের প্যানেলে দেখতে পাওয়া যাবে এবং এতে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এম্বেড করা থাকতে পারে। আবার রেন্ডারে Samsung Galaxy A04s- এর ব্যাক প্যানেল একটি উল্লম্ব ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেছে, যার বিশদ বিবরণগুলি এখনও সামনে আসেনি। আসন্ন স্মার্টফোনে Samsung Galaxy A03s-এর মতো কোনও ক্যামেরা বাম্প থাকবে না বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা লেন্সগুলি ব্যাক প্যানেলে আটকে থাকবে, অনেকটা Samsung Galaxy S22 Ultra-এর মতো।

সবশেষে, ফাঁস হওয়া রেন্ডারগুলিতে Galaxy A04s ফোনের নীচে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিলগুলিও দেখা গেছে। ফোনের বাঁদিকে একটি সিম + মাইক্রোএসডি স্লট রয়েছে বলে মনে করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A03s Specifications)

যেহেতু আসন্ন Samsung Galaxy A04s স্যামসাং Galaxy A03s-এর মতোই হবে বলে আশা করা হচ্ছে, তাই পরবর্তী প্রজন্মের মডেলটি কী কী ফিচার অফার করতে পারে তা বোঝার জন্য পূর্বসূরির স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। গতবছর অগাস্ট মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy A03s স্মার্টফোনটি এসেছে ৬.৫০ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে সহ। এতে ইউনিসক টি৬০৬ (Unisoc T606) প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A03s-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে সেলফির জন্য, একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ অফার করে।

Show Full Article
Next Story