Samsung Galaxy A04s বাজেট রেঞ্জে শীঘ্রই বাজারে আসছে, পেল ইন্দোনেশিয়া টেলিকম থেকে ছাড়পত্র
Galaxy Unpacked 2022 ইভেন্টে আজ Samsung তাদের 'টপ-অফ-দ্য-লাইন' দুটি ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 4 এবং Galaxy Z...Galaxy Unpacked 2022 ইভেন্টে আজ Samsung তাদের 'টপ-অফ-দ্য-লাইন' দুটি ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 বিশ্বব্যাপী লঞ্চ করেছে। তবে এখানে থেমে না থেকে সংস্থাটি আরও বেশ কয়েকটি স্মার্টফোনের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এরমধ্যে একটি হল Samsung Galaxy A04s, যেটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে।
যদিও সংস্থার পক্ষ থেকে এখনও এই স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। কিন্তু হালফিলে Samsung Galaxy A04s -কে ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হতে দেখা গেছে, যা ডিভাইসটির সত্বর লঞ্চের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আসুন এখনো পর্যন্ত Galaxy A-সিরিজের এই আপকামিং ফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে তা জেনে নেওয়া যাক।
ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে উপস্থিত হল Samsung Galaxy A04s স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এ০৪এস নামের একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোনকে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ করা হবে, এমন গুঞ্জন বিগত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিলো। সেই জল্পনা বাড়িয়ে এখন ফোনটিকে ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখা গেল। সাইটের লিস্টিং অনুসারে, হ্যান্ডসেটটি SM-A047F মডেল নম্বর সহ এসেছে।
মডেল নম্বর এবং ডিভাইস নাম বাদে আসন্ন এই ফোন সম্পর্কিত আর কোনো তথ্য ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পূর্বে প্রকাশিত কিছু রিপোর্টের মাধ্যমে আলোচ্য হ্যান্ডসেটের কয়েকটি কী-ফিচার ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে যে, Samsung Galaxy A04s -এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়া, এটি - পলিকার্বোনেট ব্যাক প্যানেল বডি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট সহ আসতে পারে।
আবার ফোনটিতে LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে স্যামসাংয়ের নিজেস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর থাকতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন Samsung Galaxy A04s, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসতে পারে।
প্রসঙ্গত, গ্যালাক্সি এ-সিরিজের এই আসন্ন স্মার্টফোনকে বর্তমানে ভারতে পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ এটিকে শীঘ্রই এদেশে অফিসিয়াল করা হবে বলেই আমাদের অনুমান। এক্ষেত্রে, ফোনটির ভারতীয় সংস্করণ হয়তো কমপক্ষে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে।