Samsung Galaxy A11 ফোনে এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট, কি কি ফিচার জুড়ছে জানুন

Samsung Galaxy A11 গত বছর অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ওএস সহ লঞ্চ হয়েছিল। বছর ঘুরতেই এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ বেসড...
PUJA 15 May 2021 12:01 PM IST

Samsung Galaxy A11 গত বছর অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ওএস সহ লঞ্চ হয়েছিল। বছর ঘুরতেই এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ (Android 11 based One UI Core 3.1) আপডেট এল। যার অর্থ স্যামসাং গ্যালাক্সি এ১১ ফোনে রিডিজাইন ইউআই সহ ওয়ান টাইম পারমিশন সাপোর্ট, নোটিফিকেশন প্যানেলে ডেডিকেটেড কনভার্সেশন সেকশন, চ্যাট বাবল ইত্যাদি নতুন ফিচার যুক্ত হবে।

Samsung Galaxy A11 ফোনে আসা অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ আপডেটের ফার্মওয়্যার A115MUBU2BUE1। যদিও এর সাইজ জানা যায়নি। এই আপডেটের ‌সাথে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে। যদিও এটি এপ্রিল নাকি মে মাসের তবে জানা যায়নি। যাইহোক সিকিউরিটি প্যাচ পাওয়ার অর্থ ফোনের সিস্টেম আরো শক্তিশালী হবে।

YTECHB এর রিপোর্ট অনুযায়ী, আপাতত এই আপডেট পানামার জন্য রোল আউট করা হয়েছে। যদিও শীঘ্রই অন্যান্য দেশের ইউজাররাও এই আপডেট পাবে। তাই আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং এখনও কোনো নোটিফিকেশন না পান তাহলে, ফোনের Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ১১ ফোনের কথা বললে, এতে আছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ × ১৫৬০ পিক্সেল। এই ফোনটি ১.৮ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ২ জিবি ও ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ ১১ ফোনে আপনি পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য এই ফোনে পাবেন ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story