Redmi দের টেক্কা দিতে ভারতে আসছে Samsung Galaxy A12, Galaxy F62 ও Galaxy A32

কয়েকদিন আগে স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গিয়েছিল Samsung Galaxy A32 4G কে। যারপরে নিশ্চিত হয়ে গিয়েছিল এই ফোনটি...
PUJA 13 Feb 2021 10:19 AM IST

কয়েকদিন আগে স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গিয়েছিল Samsung Galaxy A32 4G কে। যারপরে নিশ্চিত হয়ে গিয়েছিল এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। আজ ওই একই ওয়েবসাইটে Samsung Galaxy A12 কে অন্তর্ভুক্ত করা হল। যদিও ইতিমধ্যেই স্যামসাং এই ফোনটি ভারতে লঞ্চের জন্য তোড়জোড় শুরু করেছে। এছাড়াও আগামী ১৫ ফেব্রুয়ারি এদেশে Samsung Galaxy F62 ফোনটি পা রাখবে। আসুন এই তিনটি ফোন সম্পর্কে জেনে নিই।

Samsung Galaxy A12 ফোনটিকে SM-A125F মডেল নম্বর সহ অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। এখানে ফোনটি ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। ভারতে এই ফোনের দাম ১৫,০০০ টাকার কম থাকবে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে। এর স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

এদিকে SM-A325F মডেল নম্বরের সাথে স্যামসাংয়ের ভারতীয় সাইটে দেখা গেছে Samsung Galaxy A32 4G কে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম সহ আসতে পারে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ দ্বারা চালিত হবে। এতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় ভারতে লঞ্চ করা হবে Samsung Galaxy F62। এই ফোনে ৭এনএম এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও এস অ্যামোলেড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের ভারতে দাম হবে ২৫,০০০ টাকার কম। স্যামসাং গ্যালাক্সি এফ৬২ এর সম্ভাব্য স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story