Samsung Galaxy A13 5G স্মার্টফোনের উৎপাদন শুরু হল ভারতে, দেশের বাজারে শীঘ্রই লঞ্চ হতে পারে

Samsung Galaxy A13 5G গত বছরের ডিসেম্বরে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটি ২০২০ সালে লঞ্চ হওয়া Samsung Galaxy A12 4G-এর আপগ্রেড…

Samsung Galaxy A13 5G গত বছরের ডিসেম্বরে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটি ২০২০ সালে লঞ্চ হওয়া Samsung Galaxy A12 4G-এর আপগ্রেড ভার্সন। এই বাজেট হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছিল। লেটেস্ট রিপোর্ট বলছে, এবার ভারতের বাজারেও Galaxy A13 5G ডিভাইসটি নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে স্যামসাং।

সূত্র উল্লেখ করে ৯১মোবাইলসের দাবি, গ্রেটার নয়ডায় স্যামসাংয়ের কারখানায় Galaxy A13 5G-এর উৎপাদন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আর কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টফোনটি এখানে অফিসিয়ালি উপলব্ধ হবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে আমেরিকায় লঞ্চ হওয়ার কারণে Samsung Galaxy A13 5G-এর স্পেসিফিকেশন ও ফিচারগুলির সম্পর্কে আমরা অবগত।

Samsung Galaxy A13 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি একটি ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের ডিউড্রপ নচের ভিতর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আমেরিকায় গ্যালাক্সি এ১৩ ৫জি হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে অপশনে এসেছে এই স্মার্টফোন। মাইক্রোএসডি কার্ডও সাপোর্ট করবে। ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ। এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই কাস্টম স্কিনে রান করে ডিভাইসটি।

প্রসঙ্গত, লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর দাম আমেরিকায় ২৪৯.৯৯ ডলার ছিল, বর্তমানে ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯,০০০। তবে ডিভাইসটির দাম এ দেশে ১৪-১৫ হাজারের মধ্যে রাখা হবে বলে অনুমান করা যায়।