Samsung Galaxy A13 5G ফোনে থাকবে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, কবে আসছে জেনে নিন

Samsung শীঘ্রই তাদের সবচেয়ে সস্তা 5G ফোন, Galaxy A13 5G লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এই ফোনটি গতবছর নভেম্বরে আসা Galaxy A12 এর উত্তরসূরী…

Samsung শীঘ্রই তাদের সবচেয়ে সস্তা 5G ফোন, Galaxy A13 5G লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এই ফোনটি গতবছর নভেম্বরে আসা Galaxy A12 এর উত্তরসূরী হবে। ইতিমধ্যেই নতুন ফোনটির স্পেসিফিকেশন ও রেন্ডার ফাঁস হয়েছে। সামনে এসেছে এর সম্ভাব্য দামও। তবে নতুন একটি রিপোর্টে আজ Samsung Galaxy A13 5G ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হল। যদিও এর আগেও ফোনটির প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল।

দক্ষিণ কোরিয়ার পাবলিশার, The Elec তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। উল্লেখ্য, গ্যালাক্সি এ১২ ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ছিল।

আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একই ক্যামেরা সেন্সর আমরা পূর্বসূরীতেও দেখতে পেয়েছিলাম। সেক্ষেত্রে আপগ্রেড ভার্সনে রিয়ার ক্যামেরা সামান্য উন্নত হবে।

Samsung Galaxy A13 5G স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

এর আগে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। এতে এলসিডি প্যানেল‌ দেওয়া হবে। এই ফোনে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজের বিকল্পে আসবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A13 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A13 5G ডিসেম্বরে লঞ্চ হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ফোনটির দাম আমেরিকা যুক্তরাষ্ট্রে ২৪৯ ডলার (প্রায় ১৮,৭২৩ টাকা) থেকে শুরু হতে পারে।