Samsung Galaxy A13 ও Galaxy A23 ভারতে লঞ্চ হবে শীঘ্রই, কেমন স্পেসিফিকেশন, দেখুন

Samsung Galaxy A13 ও Samsung Galaxy A23 মার্চের প্রথম সপ্তাহে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। স্মার্টফোন দু'টির সমস্ত...
techgup 24 March 2022 8:14 AM IST

Samsung Galaxy A13 ও Samsung Galaxy A23 মার্চের প্রথম সপ্তাহে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। স্মার্টফোন দু'টির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করলেও দাম বা কবে থেকে কোথায় কোথায় পাওয়া যাবে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তবে একটি একটি প্রেস বিবৃতিতে তারা জানিয়েছিল, Samsung Galaxy A13 ও Galaxy A23 চলতি বছর থেকে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হবে।

সেই তালিকায় এখন ভারতের নাম প্রথম সারিতেই রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার দাবি, শীঘ্রই স্যামসাং ভারতের বাজারে Galaxy A13 ও Galaxy A23 নিয়ে হাজির হবে। হ্যান্ডসেট দু'টির ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনগুলিও সামনে এনেছেন তিনি।

Samsung Galaxy A13 স্পেসিফিকেশন

মুকুল শর্মার টুইট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, এক্সিনস ৮৫০ প্রসেসর, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

এছাড়া, এটি ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৬ জিবি র‍্যাম স্টোরেজ অপশনে উপলব্ধ হবে৷ স্যামসাং গ্যালাক্সি এ১৩ ব্ল্যাক, হোয়াইট, ব্লু, এবং পিচ কালার অপশনে উপলব্ধ হবে।

Samsung Galaxy A23 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ভারতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে আসবে৷ এতে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেওয়া হবে। ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে দেখা যাবে - ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।

গ্যালাক্সি এ২৩ এ দেশে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

Show Full Article
Next Story