6 জিবি র্যাম ও ডাইমেনসিটি চিপসেট দিয়ে নতুন 5G ফোন বাজারে আনছে Samsung
স্যামসাং শীঘ্রই তাদের এ সিরিজের অধীনে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে এখন ডিভাইসটিকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে।
স্যামসাং তাদের একটি নতুন গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার নাম স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি। ডিভাইসটি ইতিমধ্যেই আইএমইআই ডেটাবেস এবং ইউকে ক্যারিয়ার ইই-এ দেখা গেছে। আর এখন, ডিভাইসটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। লিস্টিংটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের কিছু হার্ডওয়্যারের বিবরণ প্রকাশ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ১৫-এর উত্তরসূরি হিসেবে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটিকে দেখা গেল গিকবেঞ্চ ডেটাবেসে
স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটি গিকবেঞ্চে এসএম-এ১৬৬পি মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেসটিতে এ১৬এক্সএম কোডনেমের একটি মাদারবোর্ড উল্লেখ করা হয়েছে। এটি ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কোর এবং ২.৪০ গিগাহার্টজ গতির দুটি কোর দ্বারা গঠিত। এটি নির্দেশ দেয় যে, স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরে চলবে। ফোনটিকে ৬ জিবি র্যাম সহ তালিকাভুক্ত করা হয়েছে, তবে লঞ্চের সময় ডিভাইসটির আরও বিকল্প আশা করা যায়। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।
গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি যথাক্রমে ৫১২ এবং ১,৪৬৪ পয়েন্ট স্কোর করেছে। তবে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। অন্যদিকে ইউকে ক্যারিয়ারের লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৬ হ্যান্ডসেটের একটি ৪জি সংস্করণ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য, এতে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে। পারফরম্যান্সের জন্য, ডিভাইসটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে৷ আশা করা যায় স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটি তার পূর্বসূরির তুলনায় আপগ্রেড নিয়ে আসবে।
স্যামসাং শীঘ্রই তাদের এ সিরিজের অধীনে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে এখন ডিভাইসটিকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে।