স্যামসাং বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি স্মার্টফোনের উত্তরসূরি মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন আসন্ন Samsung Galaxy A16 5G ফোনের এসএম-এ১৬৬ই মডেল নম্বর যুক্ত একটি সংস্করণকে গিকবেঞ্চ বেঞ্জমার্কিং সাইটে দেখা গেছে, যা সম্ভবত এর গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। এছাড়াও, বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে এর মূল হার্ডওয়্যার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা গেছে। আসুন আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি হ্যান্ডসেট সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A16 5G ফোনের গ্লোবাল মডেলকে দেখা গেল গিকবেঞ্চ ওয়েবসাইটে
কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের মার্কিন মডেলটি গিকবেঞ্চ ডেটাবেসে উপস্থিত হয়েছিল, যা এসএম-এ১৬৬পি মডেল নম্বর বহন করে৷ ইউএস মডেলের মতো, এসএম-এ১৬৬ই মডেল নম্বর যুক্ত গ্লোবাল মডেলেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরে থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফোনটিতে ৪ জিবি র্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। আশা করা যায় যে এটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম সংস্করণেও পাওয়া যাবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, এটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ৯৬৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১৯৭১ পয়েন্ট স্কোর করেছে।
শোনা যাচ্ছে, গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সম্ভবত একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করবে। এই মুহূর্তে আরও বিশদ তথ্য উপলব্ধ নেই, তবে এতে সম্ভবত ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে আরও ভাল ধারণা পেতে আসুন এর পূর্বসূরির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনের স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফোনে ওয়াটারড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চির এসঅ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে৷
স্যামসাং গ্যালাক্সি এ১৫ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত, যা সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে এবং এটি আন্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে।