Samsung এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন হবে Galaxy A22 5G, লঞ্চ আসন্ন

গতবছর Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের তকমা ছিল Galaxy A42 5G এর দখলে। যদিও কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া Galaxy A32 5G সেই শিরোপা…

গতবছর Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের তকমা ছিল Galaxy A42 5G এর দখলে। যদিও কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া Galaxy A32 5G সেই শিরোপা ছিনিয়ে নিয়েছে। তবে ঠিক কতদিন Galaxy A32 5G স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ৫জি ফোনের খেতাব ধরে রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আসলে স্যামসাং শীঘ্রই Galaxy A22 5G নামে আরও একটি সস্তা ৫জি ফোন আনছে বলে জল্পনা শুরু হয়েছে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্প্রতি ফাঁস হয়েছে।

GalaxyClub এর প্রতিবেদনে আজ জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে Samsung Galaxy A22 5G। এই ফোনের মডেল নম্বর হবে SM-A226B। এই ফোনটি দুটি মেমোরি/স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসবে। আবার ফোনটি পাওয়া যাবে- গ্রে, হোয়াইট, লাইট গ্রীন ও ভায়োলেট কালারে। স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি এশিয়া ও ইউরোপের মার্কেটে লঞ্চ হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে এই বছরের শুরুতে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল- স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি এর দাম হবে ২০০,০০০ ওঁন, যা প্রায় ১৪,০০০ টাকার সমান। আবার এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর থাকতে পারে।

Samsung Galaxy A32 5G এর দাম ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি এর দাম শুরু হয়েছে ২৮০ ইউরো (প্রায় ২৪,৮৭৯ টাকা) থেকে। এই ফোনে আছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচের ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর, ও ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x ১৬০০ পিক্সেল) ইনফিনিটি ভি ডিসপ্লে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন