Samsung Galaxy A23 স্মার্টফোনের দাম ভারতে কত হবে, লঞ্চের আগেই ফাঁস হল সেই তথ্য

স্যামসাং চলতি মাসের শুরুতে তাদের Samsung Galaxy A23 4G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল। তবে স্পেসিফিকেশন প্রকাশ করলেও দাম বা লভ্যতা সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি তারা।…

স্যামসাং চলতি মাসের শুরুতে তাদের Samsung Galaxy A23 4G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল। তবে স্পেসিফিকেশন প্রকাশ করলেও দাম বা লভ্যতা সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি তারা। তবে এটি যে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, তা এক টিপস্টারের টুইট থেকে গতকাল জানা গিয়েছিল। আর এখন প্রাইসবাবার রিপোর্টে Samsung Galaxy A23 মডেলের ভ্যারিয়েন্ট এবং সেগুলির দাম ফাঁস করা হয়েছে।

ভারতে Samsung Galaxy A23 এর দাম

এ দেশে স্যামসাং গ্যালাক্সি এ২৩ এর দাম ১৯,৪৯৯ টাকা থেকে শুরু হবে বলে দাবি করা হয়েছে। যা  ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। আবার এটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনেও উপলব্ধ হবে। যার দাম ২০,৯৯৯ টাকা ধার্য হবে।

Samsung Galaxy A23 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ভারতে টিয়ারড্রপ নচযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে আসবে৷ যার উপরে কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা দেওয়া হবে। এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার হবে। ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে দেখা যাবে – ৫০ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।

গ্যালাক্সি এ২৩-তে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়া ফোনটি সাইড ফেসিং ফিঙ্গারপ্রান্ট স্ক্যানার এবং অ্যান্ড্রয়েড ১২ নির্ভর ওয়ানইউআই ৪.১ কাস্টম ইন্টারফেসের সঙ্গে আসবে।

প্রসঙ্গত, Galaxy A23 4G হ্যান্ডসেটের পাশাপাশি এ দেশে Galay A13 4G লঞ্চেরও পরিকল্পনা করছে স্যামসাং‌। রিপোর্ট অনুযায়ী, এটি ভারতে ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিজারেশনে আসবে। অফলাইন মার্কেটে ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ১৫,৯৯৯ টাকা, এবং ১৭,৪৯৯ টাকা।