Samsung: সুখবর, স্যামসাংয়ের এই দুই স্মার্টফোনে Android 12 আপডেট রিলিজ হল
নতুন হোক বা পুরনো, ইতিমধ্যে বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেট Android 12 ভার্সনে আপডেট করে নিজের সুনাম বজায় রেখেছে স্যামসাং...নতুন হোক বা পুরনো, ইতিমধ্যে বিভিন্ন স্মার্টফোন ও ট্যাবলেট Android 12 ভার্সনে আপডেট করে নিজের সুনাম বজায় রেখেছে স্যামসাং (Samsung)। এবং ভাল খবর হল, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি থেমে নেই। একের পর এক ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড রোলআউটের পরিকল্পনা করছে তারা। এবার আরও দু'টি হ্যান্ডসেটে তা বাস্তবায়িত করল স্যামসাং।
Samsung Galaxy A32 5G এবং Galaxy A71 (5G নয়) স্মার্টফোন ব্যবহারকারীরা অবশেষে Android 12 আপডেট পেতে শুরু করেছে। এই আপডেটে নতুন অ্যান্ড্রয়েডের সঙ্গে স্যামসাংয়ের লেটেস্ট ইউজার ইন্টারফেস One UI 4.1 এবং মার্চের সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত হয়েছে।
তবে সমস্যা একটাই। নির্দিষ্ট কয়েকটি দেশে আপডেটটি উপলব্ধ। যেমন হংকংয়ে থাকলে Samsung Galaxy A32 5G ব্যবহারকারীরা সবার আগে Android 12 পাবেন। অন্য দিকে, পোলান্ড, রাশিয়া, এবং পানামার মতো দেশগুলিতে Galaxy A71-এ সবার আগে নতুন অ্যান্ড্রয়েড এবং স্যামসাংয়ের লেটেস্ট ইউজার ইন্টারফেসের আপডেট রিলিজ হবে।
প্রসঙ্গত, এক সময় স্যামসাংয়ের অন্যতম সেরা বাজেট স্মার্টফোন Galaxy M31 মডেলে ক'দিন আগে Android 12 আপডেট রোলআউট হয়েছে। ২০২০ সালে লঞ্চের পর এমনিতেই এই ডিভাইসে বহু নতুন সফটওয়্যার ফিচার সবার আগে রিলিজ হয়েছে। এমনকি এটি স্যামসাংয়ের প্রথম বাজেট স্মার্টফোন হিসেবে Android 11 আপডেট পেয়েছিল।