একধাক্কায় ৩ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy A33 5G ফোনের, এত কমে এই প্রথম

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung তাদের বিদ্যমান স্মার্টফোনগুলিকে আরো সাশ্রয়ী দামে ঘোষণা করার কাজে যথেষ্ট ব্যস্ত...
SUPARNA 14 July 2022 9:07 AM IST

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung তাদের বিদ্যমান স্মার্টফোনগুলিকে আরো সাশ্রয়ী দামে ঘোষণা করার কাজে যথেষ্ট ব্যস্ত এখন। এমনটা বলার কারণ, সংস্থাটি সম্প্রতি Galaxy A53 মডেলের মূল্যহ্রাস করেছিল। আর কিছু দিন যেতে না যেতেই আবারো একটি Galaxy A-সিরিজের স্মার্টফোনের দাম কমানো হল। আজ্ঞে হ্যাঁ! এবার থেকে Samsung Galaxy A33 5G কেনা যাবে আরও সস্তায়। সংস্থার এই ঘোষণার পর, এই 5G-এনাবল ডিভাইসের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টই ৩,০০০ টাকা কমে পকেটস্থ করা যাবে। চলুন Samsung Galaxy A33 5G স্মার্টফোনের নতুন দাম দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A33 5G স্মার্টফোনের নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৮,৪৯৯ টাকা ছিল। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছিল।

তবে, সংস্থাটি এখন স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের দুটি স্টোরেজ বিকল্পকেই ধার্য মূল্যের থেকে ৩,০০০ টাকা কম দামে বিক্রি করার কথা ঘোষণা করেছে। এই প্রাইজ কাটের পর, গ্রাহকেরা এ-সিরিজ অন্তর্ভুক্ত এই লেটেস্ট মডেলের ৬ জিবি এবং ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে ২৫,৪৯৯ টাকায় এবং ২৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এটি - অসাম ব্লু, অসাম ব্ল্যাক, অসাম পীচ এবং অসাম হোয়াইট কালারে উপলব্ধ।

Samsung Galaxy A33 5G ফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোট করবে। ডিসপ্লে সুরক্ষিত রাখতে স্ক্র্যাচ-প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। এই ডিভাইসে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Samsung Galaxy A33 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story