Samsung Galaxy A33 5G Price: নয়া ৫জি স্যামসাং ফোন কিনবেন, জেনে নিন কত খরচ পড়বে

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A33 5G। ফোনটি Galaxy A73 5G এর সাথে এদেশে এসেছিল। তবে লঞ্চের সময় ফোনটির...
Julai Modal 4 April 2022 2:30 PM IST

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A33 5G। ফোনটি Galaxy A73 5G এর সাথে এদেশে এসেছিল। তবে লঞ্চের সময় ফোনটির দাম জানানো হয়নি। কিন্তু এখন একটি রিপোর্টে Galaxy A33 5G এর মূল্য জানানো হয়েছে। এই ফোনটি ৩০,০০০ টাকার রেঞ্জে এসেছে। এতে পাওয়া যাবে এক্সিনস ১২৮০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর ভারতে সম্ভাব্য দাম (Samsung Galaxy A33 5G expected price in India)

টিপস্টার সুধাংশু অম্বোরে জানিয়েছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ২৮,৪৯৯ টাকা। আবার ২৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এর দাম শুরু হয়েছিল প্রায় ৩৬৯ ইউরো থেকে, যা প্রায় ৩০,৮০০ টাকার সমান।

Samsung Galaxy A33 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোট করবে। এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর এক্সিনস ১২৮০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর ওয়ান ইউ আই কাস্টম ইন্টারফেসে রান করবে।

ক্যামেরার কথা বললে, Samsung Galaxy A33 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়া পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story