সস্তা ফোন Samsung Galaxy A42 5G তে থাকবে স্নাপড্রাগণ ৬৯০ প্রসেসর ও ৫০০০ mAh ব্যাটারি

Samsung Galaxy A42 5G কে নিয়ে বাজারে কম চর্চা হচ্ছে না। গুঞ্জন ছড়িয়েছে যে, এই ফোনটি হবে দক্ষিণ কোরিয়ান কোম্পানির এখনও পর্যন্ত লঞ্চ করা সবচেয়ে…

Samsung Galaxy A42 5G কে নিয়ে বাজারে কম চর্চা হচ্ছে না। গুঞ্জন ছড়িয়েছে যে, এই ফোনটি হবে দক্ষিণ কোরিয়ান কোম্পানির এখনও পর্যন্ত লঞ্চ করা সবচেয়ে সস্তা ফোন। কয়েকদিন আগেই স্যামসাং গ্যালাক্সি এ৪২ ৫জি ফোনকে চীনের সার্টিফিকেশন সাইট 3C তে দেখা গিয়েছিল। যার পর মনে হচ্ছিলো ফোনটি শীঘ্রই বাজারে আসবে। এবার Samsung Galaxy A42 5G কে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গেল। 3C সার্টিফিকেশন সাইটের পর এখানেও ফোনটির মডেল নম্বর SM-A426B দেখা গেছে। 

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এ৪২ ৫জি ফোনটি কোয়ালকম স্নাপড্রাগণ ৬৯০ প্রসেসরের সাথে অন্তর্ভুক্ত আছে। যদিও গিকবেঞ্চে মাদারবোর্ড বিভাগে কেবল লেখা আছে “lito”, যেটি স্নাপড্রাগণ ৭৬৫জি প্রসেসরকে নির্দেশ করে। তবে এই প্রসেসরের জিপিইউ এড্রেনো ৬২০। যদিও গিকবেঞ্চে জিপিইউ অংশে এড্রেনো ৬১৯ মেনশন আছে। যা স্নাপড্রাগণ ৬৯০ প্রসেসরের জিপিইউ এড্রেনো ৬১৯এল এর সাথে মিল। সেকারণেই মনে করা হচ্ছে ফোনটি স্নাপড্রাগণ ৬৯০ প্রসেসরের সাথে আসবে।

গিকবেঞ্চ এ Galaxy A42 5G কে অ্যান্ড্রয়েড ১০ ও ৪ জিবি র‌্যামের সাথে দেখা গেছে। এখানে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে পেয়েছে ৬১৫ এবং মাল্টি কোর টেস্টে পেয়েছে ১৭৯৯। এদিকে 3C সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A42 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বলা হয়েছিল ৪,৮৬০ এমএএইচ। যেটা সাধারণভাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি হিসাবে লঞ্চ হবে। সার্টিফিকেশন সাইটে ব্যাটারির মডেল নম্বর ছিল EB-BA426ABY।

স্যামসাং ফোনের তথ্য জানানোর ওয়েবসাইট Sammobile থেকেও কিছুদিন আগে গ্যালাক্সি এ৪২ ৫জি ফোনের বিষয়ে প্রথম জানানো হয়েছিল। Samsung Galaxy A42 5G ফোনটি এবছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসতে পারে বলে জানা গেছে। ফোনটি ভারতেও লঞ্চ হতে পারে। স্পেসিফিকেশন দেখেই বুঝতে পারছেন ফোনটি ২০,০০০- ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রবল।