Samsung Galaxy A53 5G পিছনে চারটি ক্যামেরা‌ ও পাঞ্চ হোল ডিসপ্লের সাথে আসছে, ফাঁস রেন্ডার

Samsung আগামী বছর Galaxy A52 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করবে Galaxy A53 5G। কয়েকমাস আগে এই ফোনের জন্য ট্রেডমার্ক ফাইল করেছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।…

Samsung আগামী বছর Galaxy A52 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করবে Galaxy A53 5G। কয়েকমাস আগে এই ফোনের জন্য ট্রেডমার্ক ফাইল করেছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। এখন জনপ্রিয় টিপস্টার অনলিকস (OnLeakes)-এর সৌজন্যে Samsung Galaxy A53 5G-এর কয়েকটি ত্রিমাত্রিক (3D) রেন্ডার প্রকাশ্যে এসেছে। ছবিগুলি ইঙ্গিত করছে প্রিডিসেসরের সাথে ডিজাইনে Galaxy A53 5G-এর মিল থাকবে৷ তবে ফোনটি সামান্য পাতলা হবে।

Samsung Galaxy A53 5G এর রেন্ডার ফাঁস

ডিজিটের প্রকাশ করা সেই রেন্ডারগুলি থেকে জানা গিয়েছে, ফ্ল্যাট-ব্যাক প্যানেল বাদ দিলে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ও গ্যালাক্সি এ৫২-এর ডিজাইন একরকম। তবে গ্যাল্যাক্সি এ৫৩ ৫জি-এর প্রান্তগুলি কিছুটা গোলাকার৷ ঠিক ধারালো নয়। এই ফোনের রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যদিও ক্যামেরা সেন্সরগুলি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে গ্যালাক্সি এ৫২ ৫জি-র ক্যামেরা মডিউলে বাম্প স্পষ্ট ছিল। তবে নতুন মডেলে সেটা কম । আবার গ্যালাক্সি এ৫৩ ৫জি ৮.৪৪ মিমি পাতলা। রিয়ার ক্যামেরা বাম্প ধরলে ৯.৭৩ মিমি। ফোনটির সামনের অংশে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, স্যামসাংয়ের ভাষায় যা ইনফিনিটি-ও ডিসপ্লে। ফোনটি হোয়াইট ও ব্ল্যাক কালারে আসতে পারে।

রেন্ডার থেকে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে আমাদের অনুমান Samsung Galaxy A53 5G-এর প্রাইমারি রিয়ার ক্যামেরা হতে পারে ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া পুরনো মডেলটির মতো এই ফোনেও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সমর্থন থাকতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন