Samsung Galaxy A53 এর উৎপাদন শুরু হল ভারতে, থাকবে 5000mAh ব্যাটারি, 2022-এ লঞ্চ

Samsung Galaxy A52 গত মার্চ মাসে লঞ্চ হয়েছিল। আবার স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে আগামী বছর Galaxy A53 ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে Galaxy…

Samsung Galaxy A52 গত মার্চ মাসে লঞ্চ হয়েছিল। আবার স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে আগামী বছর Galaxy A53 ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে Galaxy A53 এর অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ না জানা গেলেও, একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য ডিভাইসটির উৎপাদন চালু করা হয়েছে।

ইন্ডাস্ট্রি সোর্সকে উল্লেখ করে ৯১মোবাইলস জানিয়েছে, Galaxy A53 এর প্রোডাকশন স্যামসাংয়ের গ্রেটার নয়ডা কারখানায় শুরু হয়েছে। প্রসঙ্গত, এটি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ফ্যাক্টরি। ডিভাইসটির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সেই সূত্র নিশ্চিত করেছে,
Galaxy A53 মডেলে জলরোধী ক্ষমতা থাকবে৷ উল্লেখ্য, A সিরিজের আরেক আপকামিং ফোন Galaxy A33-এর বডি IP67 রেটিংযুক্ত হবে বলেই খবর।

ডিজাইনের দিক থেকে বিদায়ী মডেল অর্থাৎ Galaxy A52, Galaxy A52 5G, এবং Galaxy A52s 5G এর চেয়ে একটু আলাদা হবে Galaxy A53। হেডফোন গুঁজে গান শোনার পরিকল্পনা করলে সে ভাবনায় ইতি। কারণ, এতে হেডফোন জ্যাকের জন্য কোনও পোর্ট থাকবে না। এটি কেবল 5G ভ্যারিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে। আবার এতে AMD mRDNA GPU-সহ অঘোষিত Exynos প্রসেসর দেওয়া হতে পারে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৫৩ পাঞ্চ-হোল ডিসপ্লে, চারটি কালার অপশন (ব্ল্যাক, হোয়াইট, ব্লু, এবং অরেঞ্জ হিউ) , স্টিরিও স্পিকার, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং ওআইএস OIS ক্যামেরা প্রযুক্তি সহযোগে বাজারে পা রাখতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন