Samsung Galaxy A54, Galaxy A34, Galaxy A24 -এর ক্যামেরায় বড় বদল, থাকবে না এই সেন্সর

দক্ষিণ-কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং (Samsung) তাদের Galaxy A সিরিজের অধীনে বাজেট থেকে প্রিমিয়াম রেঞ্জ-সব দামের হ্যান্ডসেটই অফার করে থাকে। আর দীর্ঘদিন ধরে বিশেষত…

দক্ষিণ-কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং (Samsung) তাদের Galaxy A সিরিজের অধীনে বাজেট থেকে প্রিমিয়াম রেঞ্জ-সব দামের হ্যান্ডসেটই অফার করে থাকে। আর দীর্ঘদিন ধরে বিশেষত এই সিরিজের সিংহভাগ স্মার্টফোনেই সংস্থা কোয়াড-ক্যামেরা সেটআপ দিয়ে আসছে। তবে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী বছর থেকে A-সিরিজের ক্যামেরা সেটআপে পরিবর্তন আসবে। রিপোর্ট অনুযায়ী, এই লাইনআপের তিনটি আসন্ন হ্যান্ডসেটের ক্যামেরা সিস্টেম থেকে ডেপ্থ সেন্সরগুলি বাদ পড়তে চলেছে।

ফাঁস হল Galaxy A সিরিজের তিনটি নয়া ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন

দক্ষিণ কোরিয়ার প্রকাশনা দ্য ইলেক (The Elec)-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, স্যামসাং ২০২৩ সালে লঞ্চ হতে চলা তাদের গ্যালাক্সি এ-সিরিজের তিনটি ফোন থেকে ডেপ্থ ক্যামেরাটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই আসন্ন ডিভাইসগুলি হল গ্যালাক্সি এ২৪ (Galaxy A24), গ্যালাক্সি এ৩৪ (Galaxy A34), এবং গ্যালাক্সি এ৫৪ (Galaxy A54)। এই হ্যান্ডসেটগুলি একটি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। আর এই সবকটি মডেলেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

আবার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৪-এ ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত থাকবে, যেখানে গ্যালাক্সি এ৩৪ এবং গ্যালাক্সি এ২৪ ফোনগুলির আল্ট্রাওয়াইড ইউনিটের রেজোলিউশন হবে ৮ মেগাপিক্সেল। তবে এটি সম্ভবত একটি ‘টাইপো’, কারণ স্বাভাবিকভাবেই আশা করা যায় না যে, কোম্পানি তাদের ব্যয়বহুল মডেলে কম দামী মডেলের তুলনায় নিম্নমানের ক্যামেরা সেন্সর ব্যবহার করবে।

এছাড়াও, এই রিপোর্টটি থেকে জানা গেছে যে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটি আগামী বছরের জন্য সম্মিলিতভাবে এই স্মার্টফোনগুলির ৬০ মিলিয়ন বা ৬ কোটি ইউনিট উৎপাদন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। Samsung Galaxy A34 আগামী বছর মার্চ মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, আর Galaxy A54 মডেলটি বাজারে আসতে পারে আগামী এপ্রিলে।

অন্যদিকে, মার্কেট রিসার্চ ফার্ম ট্রেন্ডফোর্স জানিয়েছে যে, ডেপ্থ সেন্সিং ক্যামেরাটি গ্রাহকদের খুব কমই ব্যবহারে লাগে। তাই, স্যামসাং ডেপ্থ লেন্সগুলি পরবর্তী A-সিরিজের মডেলগুলি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে, যা খরচ কমাতেও সাহায্য করবে।

উল্লেখ্য, অনুমান করা হচ্ছে, স্মার্টফোন সংস্থাগুলি তাদের হ্যান্ডসেট থেকে ডেপ্থ ক্যামেরাগুলি সরিয়ে দিলে ব্যবহারকারীদের মধ্যেও কোয়াড-ক্যামেরা সিস্টেমের চাহিদা ক্রমেই কমে যাবে। ভবিষ্যতে বেশিরভাগ ফোনেই ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।