Apple AirPods Pro কে দেবে জোর টক্কর, লঞ্চের আগে Samsung Galaxy Buds 2 ইয়ারবাডের দাম ফাঁস

Samsung আগামী ১১ আগস্ট Galaxy Unpacked ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি তাদের নতুন দুটি ফোল্ডেবল ফোন, Samsung Galaxy Z Fold 3 এবং…

Samsung আগামী ১১ আগস্ট Galaxy Unpacked ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি তাদের নতুন দুটি ফোল্ডেবল ফোন, Samsung Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3 লঞ্চ করবে। তবে এই ফোনগুলি ছাড়াও স্যামসাং আরও কিছু গ্যাজেটের ওপর থেকে পর্দা সরাবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Samsung Galaxy Watch 4 সিরিজ এবং Samsung Galaxy Buds 2। লঞ্চের কয়েকদিন আগে আসন্ন ইয়ারবাডটির দাম ফাঁস হল।

Samsung Galaxy Buds 2 এর দাম ফাঁস

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি বাডস ২ এর দাম রাখা হবে ১৭২.৯০ ইউরো, যা প্রায় ১৫,২৯০ টাকার সমান। প্রসঙ্গত গতবছরও গ্যালাক্সি বাডস এর দাম প্রায় একই রাখা হয়েছিল (১৭০ ইউরো)।

Samsung Galaxy Buds 2 সম্পর্কে কী জানা গেছে

টিপস্টারদের দাবি, স্যামসাং গ্যালাক্সি বাডস ২ তার পূর্বসূরীর মত ইন-ইয়ার ডিজাইন সহ আসবে। এটি চারটি কালারে পাওয়া যাবে – ব্ল্যাক, হোয়াইট, গ্রিন ও ভায়োলেট। আবার এই ইয়ারবাডে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, ভালো কানেক্টিভিটি, ‌ দীর্ঘ ব্যাটারি লাইফ।

সম্প্রতি Samsung Galaxy Buds 2 কে SM-R177 মডেল নম্বর সহ FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। সামনে এসেছিল যে, ইয়ারবাডটিতে ১২০ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৫,০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। Samsung Galaxy Buds 2 প্রিমিয়াম Apple AirPods Pro এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন