Samsung এর বড় ঘোষণা, সমস্ত Galaxy ডিভাইস পাবে চার বছর অ্যান্ড্রয়েড আপডেট

পুরানো ফোনে আপডেট দেওয়ার ক্ষেত্রে এবার Google কে পিছনে ফেলতে চলেছে Samsung। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি আজ জানিয়েছে, ২০১৯ সাল থেকে লঞ্চ হওয়া সমস্ত Galaxy ডিভাইস…

পুরানো ফোনে আপডেট দেওয়ার ক্ষেত্রে এবার Google কে পিছনে ফেলতে চলেছে Samsung। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি আজ জানিয়েছে, ২০১৯ সাল থেকে লঞ্চ হওয়া সমস্ত Galaxy ডিভাইস টানা চার বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাবে। এরফলে ফোনগুলিতে ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমবে। প্রসঙ্গত গুগল তাদের পিক্সেল ডিভাইসে তিনবছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেয়। ফলে নতুন ঘোষণার পর Samsung ডিভাইসগুলি আরও বেশি সিকিউরিটি আপডেট পেতে চলেছে।

গতবছর Samsung একটি লঞ্চ ইভেন্টে ঘোষণা করেছিল যে, তারা নতুন লঞ্চ হওয়া সমস্ত Galaxy ডিভাইসে তিন বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট দেবে। যদিও আজকের ঘোষণায় ২০১৯ সালে লঞ্চ হওয়া ডিভাইসগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আপডেট কোম্পানির Galaxy S এবং Galaxy Note ফ্ল্যাগশিপ সিরিজ বাদেও Galaxy M, Galaxy A, Galaxy Z Fold, Galaxy Z Flip সিরিজের ফোনগুলিতে পাওয়া যাবে।

আমরা জানি Apple এর পুরানো iPhone গুলিও বেশ কয়েকবছর ধরে নতুন সফটওয়্যার আপডেট পেয়ে থাকে। সেক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বী স্যামসাংও যে একই পথে হাঁটতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা। যদিও Galaxy ডিভাইসগুলি আপাতত কেবল সিকিউরিটি আপডেট পাবে; এরমাধ্যমে কোনো নতুন ফিচার যুক্ত হবেনা।

এইসমস্ত Samsung Galaxy ডিভাইস পাবে ৪ বছর সিকিউরিটি আপডেট

Galaxy Foldable ডিভাইস

Fold, Fold 5G, Z Fold2, Z Fold2 5G, Z Flip, Z Flip 5G

Galaxy S সিরিজ

S10, S10+, S10e, S10 5G, S10 Lite, S20, S20 5G, S20+, S20+ 5G, S20 Ultra, S20 Ultra 5G, S20 FE, S20 FE 5G, S21 5G, S21+ 5G, S21 Ultra 5G

Galaxy Note সিরিজ

Note10, Note10 5G, Note10+, Note10+ 5G, Note10 Lite, Note20, Note20 5G, Note20 Ultra, Note20 Ultra 5G

Galaxy A সিরিজ

A10, A10e, A10s, A20, A20s, A30, A30s, A40, A50, A50s, A60, A70, A70s, A80, A90 5G, A11, A21, A21s, A31, A41, A51, A51 5G, A71, A71 5G, A02s, A12, A32 5G, A42 5G

Galaxy M সিরিজ

M10s, M20, M30, M30s, M40, M11, M12, M21, M31, M31s, M51

Galaxy XCover সিরিজ

XCover4s, XCover FieldPro, XCover Pro

Galaxy Tab সিরিজ

Tab Active Pro, Tab Active3, Tab A 8 (2019), Tab A with S Pen, Tab A 8.4 (2020), Tab A7, Tab S5e, Tab S6, Tab S6 5G, Tab S6 Lite, Tab S7, Tab S7+

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন