বাজেট রেঞ্জে ভারতে Samsung Galaxy E02 এর লঞ্চ আসন্ন, দেখা গেল সাপোর্ট পেজে

Samsung কিছুদিন আগেই ভারতে Galaxy F62 লঞ্চ করেছিল। এছাড়াও Galaxy A32, Galaxy A52, এবং A72 ফোনগুলিও শীঘ্রই এদেশে আসবে।...
PUJA 27 Feb 2021 1:49 PM IST

Samsung কিছুদিন আগেই ভারতে Galaxy F62 লঞ্চ করেছিল। এছাড়াও Galaxy A32, Galaxy A52, এবং A72 ফোনগুলিও শীঘ্রই এদেশে আসবে। তবে এদের আগেও আরেকটি গ্যালাক্সি ডিভাইস ভারতে লঞ্চ হতে পারে। আজ Samsung Galaxy E02 নামের একটি ফোনকে স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গেছে। এটি একটি বাজেট রেঞ্জ ফোন হবে। এছাড়াও অনুমান করা হচ্ছে ফোনটি এই মাসের শুরুতে লঞ্চ হওয়া Samsung Galaxy M02 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Samsung Galaxy E02 এর ভারতে লঞ্চ আসন্ন

স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে গ্যালাক্সি ই০২ কে SM-E025F/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এখানে ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ নেই (ছবিতে দেখুন)। তবে আমরা নিশ্চিত যে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। কারণ কিছুদিন আগে এই মডেল নম্বরটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন লাভ করেছিল।

ছবি ক্রেডিট - Mysmartprice

আবার SM-E025F/DS মডেলকে ওয়াই-ফাই সার্টিফিকেশন সাইটেও (Wi-Fi alliance) দেখা গিয়েছিল। এখান থেকে জানা গিয়েছিল এই ফোনটিতে ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই ব্যান্ড এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম থাকবে। যদিও এছাড়া ফোনটির অন্যান্য তথ্য এখনও অজানা। আশা করা হচ্ছে Samsung Galaxy E02 ১০,০০০ টাকার মধ্যে ভারতে আসবে।

Samsung Galaxy M02 এর স্পেসিফিকেশন ও দাম

স্যামসাং গ্যালাক্সি এম০২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস, কোয়াড কোর মিডিয়াটেক এমটি৬৭৩৯ডব্লিউ প্রসেসর, PowerVR Rogue GE8100 জিপিইউ, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৬,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story