লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy F02s এর রিটেল বক্সের ছবি সহ দাম
Flipkart আজ সকালেই Samsung Galaxy F02s এর লঞ্চ ডেট সামনে এনেছে। জানা গেছে এই ফোনটি আগামী ৫ এপ্রিল ভারতে পা রাখবে।...Flipkart আজ সকালেই Samsung Galaxy F02s এর লঞ্চ ডেট সামনে এনেছে। জানা গেছে এই ফোনটি আগামী ৫ এপ্রিল ভারতে পা রাখবে। ই-কমার্স সাইটটি এও জানিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এফ০২এস ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে এর কয়েক ঘন্টা বাদে ফোনটির রিটেল বক্সের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লো।
টিপস্টার অভিষেক যাদব, Samsung Galaxy F02s এর রিটেল বক্সের ছবি সহ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তিনিও বলেছেন, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটির ওজন হবে ১৯৬ গ্রাম।
Samsung Galaxy F02s এর দাম (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ০২এস ফোনের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম রাখা হবে ৮,৯৯৯ টাকা। আবার ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
আবার জিএসটি বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি এফ০২এস এর এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের যথাক্রমে মূল্য রাখা হবে ৭,৬২৬ টাকা, ৮,৪৭৪ টাকা। ফোনটির মডেল নম্বর হবে E025FE। এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া Samsung Galaxy A02s এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে আমাদের অনুমান। এই ফোনের একই, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি ক্যাপাসিটি ও ক্যামেরা ছিল।