Samsung Galaxy F13 নিয়ে জল্পনার অবসান, 6000mAh ব্যাটারি সহ ২২ জুন লঞ্চ হচ্ছে
Samsung Galaxy F13 স্মার্টফোনের সত্বর আগমনের আভাস বিগত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো। শেষমেষ আজ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক...Samsung Galaxy F13 স্মার্টফোনের সত্বর আগমনের আভাস বিগত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিলো। শেষমেষ আজ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি, ই-কমার্স পোর্টাল Flipkart -এর মাধ্যমে তাদের এই আসন্ন হ্যান্ডসেটের লঞ্চের তারিখ ঘোষণা করলো। জানা যাচ্ছে, এফ সিরিজের এই স্মার্টফোনটি আগামী ২২শে জুন দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে। শপিং সাইটির লিস্টিং পেজ থেকে Samsung Galaxy F13 এর কয়েকটি কী-ফিচার আমাদের সামনে এসেছে। জানা গেছে, এই হ্যান্ডসেটে একটি FHD+ LCD ডিসপ্লে, ৮ জিবি র্যাম, ৬,০০০এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন পাওয়া যাবে। একই সাথে আত্মপ্রকাশের পর এটিকে Flipkart-এর মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।
Samsung Galaxy F13 আসছে 6000mAh ব্যাটারির সাথে
স্যামসাং সম্প্রতি কয়েকটি টিজার পোস্টের শেয়ার করেছিল। যা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনে একটি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে থাকবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি ব্যবহার করা হবে এবং এই ব্যাটারি ১৫ ওয়াট চার্জিং সমর্থন করবে। আবার, 'অটো ডেটা সুইচিং' (auto data switching) নামের একটি বিশেষ ফিচারও উপস্থিত থাকবে এই হ্যান্ডসেটে। এই ফিচার ব্যবহারকারীকে ভয়েস কল করতে এবং রিসিভ করতে সাহায্য করার পাশাপাশি, প্রাথমিক সিমে কোনও নেটওয়ার্ক না থাকলে সেকেন্ডারি সিম থেকে ডেটা ব্যবহার করতে দেবে৷
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এফ১৩ স্মার্টফোনকে পূর্বে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে (GeekBench) উপস্থিত হতে দেখা গিয়েছিল। স্যামসাংয়ের এই লেটেস্ট হ্যান্ডসেটটি এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর এবং ৪ জিবি র্যামের সাথে আসবে বলে বেঞ্চমার্কিং সাইটের লিস্টিংয়ে প্রকাশ করা হয়েছিল।
এদিকে বিদ্যমান Galaxy M13 ফোনের রিব্র্যান্ডেড মডেল হিসাবে আপকামিং Samsung Galaxy F13 আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এই অনুমান সত্যি হলে এফ-সিরিজের এই মডেলে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। আবার সেলফি তোলার জন্য এতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে।