Samsung Galaxy F14 মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, পাবেন দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি
স্যামসাং বাজারে আনলে তাদের নতুন বাজেট স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এফ১৪। এই ৪জি ফোনটিতে তার দামের নিরিখে একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।
স্যামসাং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হিসাবে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। এই ডিভাইসটিতে ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। জেনজি ক্রেতাদের উদ্দ্যেশে ডিভাইসটি দুটি অভিনব কালার অপশনে এসেছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ আইপিএস এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন এই নবাগত ৪জি ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনের মূল্য এবং লভ্যতা
ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এটি একমাত্র ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডিভাইসটি স্যামসাংয়ের ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ভারতের অফলাইন স্টোরে বিক্রি করা হবে। এটি দুটি কালার অপশনে পাওয়া যায় - মুনলাইট সিলভার এবং পেপারমিন্ট গ্রিন।
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনটি বাজেট-ফ্রেন্ডলি ৪জি স্মার্টফোন। হাতে আরামদায়ক অনুভূতির জন্য ডিভাইসটিতে একটি কার্ভড ফ্রেমের সাথে একটি প্লাস্টিকের ইউনিবডি ডিজাইন রয়েছে। স্ক্রিনে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। রিয়ার প্যানেলে হালকা গ্রেডিয়েন্ট এফেক্ট সহ একটি সিঙ্গেল কালার ফিনিশ রয়েছে, যা ফোনটিকে একটি নির্দিষ্ট কোণে কাত করলে দৃশ্যমান হবে। ফোনের সামনে ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চলে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই ৬.১ কাস্টম স্কিনে রান করে। ডিভাইসটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে।
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, এতে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি এলটিই সংযোগ, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১ এবং জিপিএস সাপোর্ট করে। লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এফ১৪ হল স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের একটি সাশ্রয়ী মূল্যের ৪জি ভ্যারিয়েন্ট, যা গত বছর ভারতে লঞ্চ হয়েছিল৷
স্যামসাং বাজারে আনলে তাদের নতুন বাজেট স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি এফ১৪। এই ৪জি ফোনটিতে তার দামের নিরিখে একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।